বেপরোয়া ট্রাক কেড়ে নিল ১৮ শিশুর প্রাণ
ভারতের উত্তর প্রদেশে স্কুলশিক্ষার্থীদের বহনকারী একটি বাসের সঙ্গে ট্রাকের সংঘর্ষে শিশুসহ অন্তত ২৫ জন নিহত এবং অন্তত ৫০ জন আহত হয়েছে।
নিহতদের মধ্যে ১৮ জনই স্কুলশিশু। আহতদের মধ্যে ৩৬ জনের অবস্থা আশংকাজনক।
বৃহস্পতিবার ভোরে রাজ্যের ইত্তা জেলার আলীগঞ্জে এ দুর্ঘটনা ঘটে। খবর এনডিটিভি, টাইমস অব ইন্ডিয়ার।
নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে জানিয়েছে পুলিশ।
মিনি বাসে করে শিক্ষার্থীরা স্কুলে যাচ্ছিল। পথে বেপরোয়া গতির ট্রাকের সঙ্গে বাসটির সংঘর্ষ হয়।
হতাহতদের সবার বয়স সাত থেকে ১০ বছরের মধ্যে। তারা স্থানীয় একটি সরকারি জুনিয়র স্কুলের শিক্ষার্থী।
অবশ্য শীতে বৈরী আবহাওয়ার কারণে জেলা প্রশাসন তিন দিন সব স্কুলে ছুটি ঘোষণা করেছিল।
সে নির্দেশনা উপেক্ষা করে আলীগঞ্জের স্কুলটি খোলা রেখেছিল।
প্রত্যক্ষদর্শীরা জানান, প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় দমকলকর্মীরা লাশগুলো বাস থেকে উদ্ধার করে।
দুর্ঘটনার পর আলীগঞ্জের জেলা প্রশাসক, এসএসপিসহ উর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল ও হাসপাতাল পরিদর্শন করেছেন।
এদিকে দুর্ঘটনার পরে এক টুইটবার্তায় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি গভীর শোক এবং হতাহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।
এই সংক্রান্ত আরো সংবাদ
প্রকাশ্যে জানালেনঃ দুই পরিচালকের সঙ্গে ‘প্রেম’ ছিল পায়েলের
টলিউড ফিল্ম ইন্ডাস্ট্রির স্বনামধন্য দুজন পরিচালক রাজ চক্রবর্তী ও আবিরবিস্তারিত পড়ুন
প্রথম ‘সন্তানের’ জন্মলগ্নে কেঁদেছিলেন দেব ! দায়িত্ব অনেকটাই একা সামলাচ্ছেন তিনি
শিরোনাম পড়ে ভাবছেন, নায়ক দেব তো বিয়েই করেননি, তাহলে সন্তানবিস্তারিত পড়ুন
আলোচিত বাবা রাম রহিমের আয় কত, অনেকেই জানেনা?
ভারতের বিতর্কীত ধর্মগুরু বাবা রাম রহিমের পঞ্জাব, হরিয়ানায় স্থাবর সম্পত্তিরবিস্তারিত পড়ুন