‘বেশি খাওয়া কম নড়া’র চড়া মূল্য দেবে মানবজাতি: স্টিফেন হকিং

নড়াচড়ার ক্ষমতা নেই স্টিফেন হকিংয়ের। তবে যে ক্ষমতায় তিনি সবাইকে ছাড়িয়ে গেছেন তা হলো ‘চিন্তা’। মহাজাগতিক বিভিন্ন রহস্য নিয়েই তার নিরন্তর ভাবনা। ভাবেন মানবজাতিকে নিয়েও।
সে ভাবনা থেকেই এবার একটি ভিডিওতে মানবজাতির জন্য হুঁশিয়ারী বাক্য উচ্চারণ করলেন তিনি। সে হুঁশিয়ারীর বিষয়বস্তু হলো- ‘স্থুলতা’। স্টিফেন মনে করেন, মাত্রাতিরিক্ত খাওয়া এবং সে তুলনায় শারিরীক পরিশ্রম না করা মানবজাতিকে নিয়ে যাবে ধ্বংসের কিনারে।
স্টিফেন হকিং তার সর্বশেষ বক্তব্যে আশঙ্কা প্রকাশ করেন যে, ‘স্থুলতা’ পৃথিবীতে কয়েক মিলিয়ন মানুষের মৃত্যু ডেকে আনবে।
তিনি বলেন, ‘বিশ্বে লাখ লাখ মানুষ মোটা হয়ে যাওয়ায় জীবন ঝুঁকিতে আছে। এ ধরনের স্থূলতা শুধু ক্যান্সার নয়, মৃত্যুর প্রধান কারণ হৃদরোগসহ অন্যান্য রোগও এর উপজাত।’
কৃষ্ণগহ্বর ধারণার প্রবক্তা স্টিফেন হকিং মনে করেন, ‘স্থুলতা’ই হতে যাচ্ছে একুশ শতকে মানবজাতির জন্য সবচেয়ে বড় সমস্যা।’
বক্তব্যের এক জায়গায় তিনি বলেন, ‘আজকাল স্থুলতা এবং এ সংক্রান্ত রোগে ভোগে অসংখ্য মানুষের মৃত্যু হচ্ছে।’
‘এ অবস্থা থেকে উত্তরণের উপায় কি’? এমন প্রশ্নে স্টিফেন বলেন, ‘এর জন্য কোন রকেট সায়েন্সের প্রয়োজন নেই। তা হতে পারে খুব সহজ উপায়ে। আর তা হলো- কম খাও, বাড়াও শারিরীক পরিশ্রম।’
ভিডিওটিতে কিছু লেখাও ভেসে ওঠে। এসব লেখায় ছিলো- ‘শারীরিক অক্ষমতা এখন বিশ্বের ৪র্থ মৃত্যুর কারণ।’ ‘প্রাপ্তবয়ষ্কদের জন্য প্রতিদিন অন্তত ৩০ মিনিট শারীরিক অনুশীলন বাধ্যতামূলক আর শিশুদের ক্ষেত্রে তা হতে হবে অন্তত ১ ঘন্টা।’
দ্য ইনডিপেন্ডেন্ট, ডেইলি মেইল
এই সংক্রান্ত আরো সংবাদ

আজকের যত আয়োজন ডিজিটাল ওয়ার্ল্ডে
রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলনে কেন্দ্রে আজ থেকে শুরু হতে যাচ্ছেবিস্তারিত পড়ুন

মোবাইল নম্বর ঠিক রেখেই অপারেটর পরিবর্তন করা যাবে: প্রক্রিয়া শুরু
মোবাইল ফোনের নম্বর ঠিক রেখে অপারেটর পরিবর্তন (মোবাইল নম্বর পোর্টেবিলিটি-এমএনপি)বিস্তারিত পড়ুন

স্মার্টফোন কিনে লাখপতি হলেন পারভেজ
নির্দিষ্ট মডেলের ওয়ালটন স্মার্টফোন কিনে পণ্য নিবন্ধন করলেই মিলছে সর্বোচ্চবিস্তারিত পড়ুন