বেশি পারিশ্রমিক চাওয়ায় বাদ পড়লেন হৃতিক!
যশরাজ ফিল্মসের সিনেমা থাগ নিয়ে জল্পনার শেষ নেই। প্রথমে এ সিনেমায় অভিনেতা হৃতিক রোশানের অভিনয়ের কথা থাকলেও পরবর্তীতে তার জায়গায় এখন আমির খানকে নেওয়ার কথা চিন্তা করছেন নির্মাতারা।
এদিকে হৃতিক রোশানকে বাদ দিয়ে কেন আমিরকে নেওয়া হচ্ছে তা নিয়ে দর্শকের মনে দেখা দিয়েছে নানা প্রশ্ন।
সম্প্রতি একটি সূত্রের বরাত দিয়ে ভারতীয় একটি সংবাদমাধ্যম তাদের প্রতিবেদনে জানিয়েছে, থাগ সিনেমার জন্য হৃতিক ৬০ কোটি রুপি পারিশ্রমিক দাবি করেন। কিন্তু প্রযোজক আদিত্য চোপড়া মনে করেন এটি অনেক বেশি। তারা এ বিষয়ে একটি সমঝোতায় পৌঁছানোর চেষ্টা করেছিলেন। কিন্তু শেষ পর্যন্ত তা না হওয়ায় তাকে বাদ দেওয়ার সিদ্ধান্ত নেন।
প্রতিবেদনে আরো বলা হয়, শাহরুখ, সালমান এবং আমির খানের মতো বড় তারকা এতটা পারিশ্রমিক দাবি করেন না। তারা প্রযোজনা সংস্থার সঙ্গে লভ্যাংশের শেয়ার চুক্তি করেন। কিন্তু হৃতিক তেমনটা করতে রাজি নন। তিনি ৬০ কোটি রুপি দাবি করেন যা আদিত্য প্রত্যাখান করেন।
যশরাজ ফিল্মসের প্রযোজনায় থাগ সিনেমাটি পরিচালনা করবেন বিজয় কৃষ্ণ আচার্য। এর আগে ধুম-থ্রি সিনেমা পরিচালনা করেছিলেন তিনি। অ্যাকশন-অ্যাডভেঞ্চার ঘরানার সিনেমা হবে থাগ। ১৯৩৯ সালে প্রকাশিত ফিলিপ মিডোস টেইলরের লেখা ইংরেজি উপন্যাস ‘কনফেশন অব অ্যা থাগ’ অবলম্বনে নির্মিত হবে সিনেমাটি। এতে আমির খানের পাশাপাশি অমিতাভ বচ্চন অভিনয় করবেন বলে শোনা যাচ্ছে। এছাড়া সিনেমাটিতে অভিনয়ের জন্য নওয়াজউদ্দিন সিদ্দিকি এবং দীপিকা পাড়ুকোনকেও প্রস্তাব দেওয়া হয়েছে বলে জানা গেছে।
এই সংক্রান্ত আরো সংবাদ
সমুদ্র পাড়ে দুর্গারূপে নওশাবা
শুধু ঈদ কিংবা পূজা নয়, বিশেষ ধর্মীয় দিন উপলক্ষে ফটোশুটেবিস্তারিত পড়ুন
শুল্কমুক্ত গাড়ি খালাস করেছেন সাকিব-ফেরদৌস, পারেননি সুমনসহ অনেকে
আওয়ামী লীগ সরকারের মন্ত্রী ও সংসদ সদস্যদের জন্য আমদানি করাবিস্তারিত পড়ুন
আলোচিত নায়িকা পরীমনির পরিবার সম্পর্কে এই তথ্যগুলো জানতেন?
গভীর রাতে সাভারের বোট ক্লাবে গিয়ে যৌন হেনস্তা ও মারধরেরবিস্তারিত পড়ুন