বেসিক ব্যাংকের অপসারিত ৩ কর্মকর্তা গ্রেফতার
ঋণ জালিয়াতির ঘটনায় করা মামলায় তদন্তের অংশ হিসেবে বেসিক ব্যাংকের অপসারিত তিন কর্মকর্তাকে আটক করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। পরে তাদের মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠানো হয়।
বৃহস্পতিবার দুপুর ২টায় রাজধানীর মতিঝিল সেনা কল্যাণ ভবনের সামনে থেকে তাদের গ্রেফতার করে দুদক। গ্রেফতারের পর তাদের জিজ্ঞাসাবাদ করা হয়। জিজ্ঞাসাবাদ শেষে আদালতে নিয়ে দুদক সাতদিনের রিমান্ড চাইবে বলে জানা গেছে।
যাদের গ্রেফতার করা হয়েছে তারা হলেন— মামলার এজাহারভুক্ত অন্যতম আসামি বেসিক ব্যাংকের ডিএমডি ফজলুস সোবহান ও মো. সেলিম এবং ব্যাংকের ডেপুটি জেনারেল ম্যানেজার (ডিজিএম) শিপার আহমেদ।
ব্যাংক কর্তৃপক্ষ ইতোমধ্যে এ তিন কর্মকর্তাকে বরখাস্ত করেছে।
দুদকের উপ-পরিচালক (জনসংযোগ) প্রণব কমার ভট্টাচার্য জানান, মতিঝিল থানায় দুদকের ৫৩ ও ৫৪ নম্বর মামলায় তাদের গ্রেফতার করা হয়েছে। এরপর তাদের আদালতে নিয়ে যাওয়া হবে।
দুদকের উপ-পরিচালক ঋত্বিক সাহার নেতৃত্বে একটি টিম তাদের জিজ্ঞাসাবাদ করে।
এই সংক্রান্ত আরো সংবাদ
ড. ইউনূসের মন্তব্য দেশের মানুষের জন্য অপমানজনক : আইনমন্ত্রী
আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, কর ফাঁকি দেওয়ার মামলাকে পৃথিবীর বিভিন্নবিস্তারিত পড়ুন
ময়মনসিংহে ওসি-এসপি’র বার্ষিক কর্ম সম্পাদন চুক্তি স্বাক্ষর
সরকারি দায়-দায়িত্ব ও কর্মকান্ডে স্বচ্ছতা ও দায়বদ্ধতা বৃদ্ধি, সম্পদের যথাযথবিস্তারিত পড়ুন
ন্যায় বিচার প্রতিষ্ঠায় জনগণের সাথে রায়েছে বিচার বিভাগ
দেশের মানুষের ন্যায়বিচার প্রতিষ্ঠার আন্দোলনে বিচার বিভাগ জনগণের সঙ্গে আছেবিস্তারিত পড়ুন