বেসিক ব্যাংক: মুখোমুখি দুদক-সংসদীয় কমিটি
বেসিক ব্যাংকে দুই হাজার কোটি টাকার ঋণ কেলেঙ্কারি মামলার তদন্তসহ সামগ্রিক কার্য্ক্রম নিয়ে এবার অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির মুখোমুখি হচ্ছে দুর্নীতি দমন কমিশনের (দুদক) তদন্ত দল।
বেসিক ব্যাংকের অনিয়ম, দুর্নীতি ও মামলাগুলোর তদন্তের অগ্রগতিসহ সামগ্রিক বিষয় জানতে সংশ্লিষ্ট দুদক কর্মকর্তাদের উপস্থিত থাকার জন্য অনুরোধ করা হয়েছে।
তবে সংশ্লিষ্টরা মনে করছেন বেসিক ব্যাংকের প্রাক্তন চেয়ারম্যান আবদুল হাই বাচ্চুসহ পরিচালনা পর্ষদকে কেনো মামলায় অন্তর্ভুক্ত করা হয়নি এবং তদন্তে তাদের সম্পৃক্ততা পাওয়া গিয়েছে কি না তা নিয়ে নানা প্রশ্নের মুখে পড়তে যাচ্ছে দুদকের তদন্ত দল।
দুদকের সচিব আবু মো. মোস্তাফা কামাল বরাবর পাঠানো ওই চিঠিতে দুদকের তদন্ত দলকে আগামী ২৮ জানুয়ারি সকাল ১১টায় উপস্থিত থাকার জন্য অনুরোধ করেছে অর্থ মন্ত্রণালয় সর্ম্পকিত স্থায়ী কমিটি।
এদিকে অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সচিব মোশতাক আহমদের সই করা ওই চিঠির সূত্রে জানা যায়, অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির বিগত ১১তম বৈঠকে বেসিক ব্যাংকের অনিয়ম সংক্রান্ত বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।
পরবর্তী বৈঠকে বেসিক ব্যাংকের অনিয়ম ও দুর্নীতি সংক্রান্ত বিষয়ে আলোচনার জন্য দুদকের সংশ্লিষ্ট কর্মকর্তাদের উপস্থিত থাকতে অনুরোধ করেছে অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি।
উল্লেখ্য, ২০১৫ সালের ২২ অক্টোবর মামলার তদন্তে দুদকের উপপরিচালক মোরশেদ আলম, মো. ইব্রাহিম ও ঋত্বিক সাহা, সহকারী পরিচালক শামসুল আলম, উপসহকারী পরিচালক ফজলে হোসেন ও মুহাম্মদ জয়নাল আবেদীনকে তদন্ত কর্মকর্তা নিয়োগ দেওয়া হয়। মামলার তদারককারী কর্মকর্তারা হলেন পরিচালক নূর আহম্মেদ ও উপপরিচালক সৈয়দ ইকবাল হোসেন।
এই সংক্রান্ত আরো সংবাদ
ড. ইউনূসের মন্তব্য দেশের মানুষের জন্য অপমানজনক : আইনমন্ত্রী
আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, কর ফাঁকি দেওয়ার মামলাকে পৃথিবীর বিভিন্নবিস্তারিত পড়ুন
ময়মনসিংহে ওসি-এসপি’র বার্ষিক কর্ম সম্পাদন চুক্তি স্বাক্ষর
সরকারি দায়-দায়িত্ব ও কর্মকান্ডে স্বচ্ছতা ও দায়বদ্ধতা বৃদ্ধি, সম্পদের যথাযথবিস্তারিত পড়ুন
ন্যায় বিচার প্রতিষ্ঠায় জনগণের সাথে রায়েছে বিচার বিভাগ
দেশের মানুষের ন্যায়বিচার প্রতিষ্ঠার আন্দোলনে বিচার বিভাগ জনগণের সঙ্গে আছেবিস্তারিত পড়ুন