বেসিসের শাখা চট্টগ্রামে
বন্দরনগরী চট্টগ্রামে সম্প্রসারিত হলো বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেসের (বেসিস) কার্যক্রম। চট্টগ্রাম চ্যাপ্টারের জন্য পাঁচ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন করেছে প্রতিষ্ঠানটি। বেসিস কর্তৃপক্ষ জানিয়েছে, দেশের বাণিজ্যিক রাজধানীতে তথ্যপ্রযুক্তি ব্যবসায়ের সম্প্রসারণ, দক্ষ জনশক্তি তৈরিসহ সামগ্রিক কার্যক্রম বিকেন্দ্রীকরণ করতে শাখা কার্যক্রম শুরু করা হয়েছে।
৬ জুন চট্টগ্রামে বেসিস সদস্য কোম্পানিগুলোর প্রতিনিধির সঙ্গে বেসিস কার্যনির্বাহী কমিটির এক বৈঠকে এই কমিটি গঠন করা হয়। কপোট্রনিক ইনফো সিস্টেমের প্রধান নির্বাহী ইমরুল ইসলামের নেতৃত্বে কমিটির অন্যান্য সদস্যরা হলেন এক্সপোনেন্ট ইনফো সিস্টেমের প্রধান নির্বাহী আবুল কাশেম, কর্পোরেট আইটি লিমিটেডের প্রধান নির্বাহী মো. জিল্লুর রহমান, দেশ আইটির প্রধান নির্বাহী রেজাউল করিম এবং ফ্রেঞ্জ আই পার্কের ব্যবস্থাপনা পরিচালক আহসানুল করিম। এই আহ্বায়ক কমিটি চট্টগ্রামে বেসিস ও বিআইটিএমের আগামী ৬ মাসের কর্মপরিকল্পনা ঠিক করবে।
বেসিস সভাপতি শামীম আহসান বৈঠকে সভাপতিত্ব করেন। এ সময় উপস্থিত ছিলেন বেসিসের সিনিয়র সহসভাপতি রাসেল টি আহমেদ, মহাসচিব উত্তম কুমার পাল, যুগ্ম মহাসচিব মোস্তাফিজুর রহমান সোহেল, পরিচালক আরিফুল হাসান অপু প্রমুখ।
বেসিস কর্তৃপক্ষ জানিয়েছে, বন্দরনগরী চট্টগ্রাম দেশের অর্থনৈতিক উন্নয়নে অগ্রণী ভূমিকা পালন করছে। এখানে অনেকগুলো আইটি কোম্পানি রয়েছে যারা দেশ ছাপিয়ে বিদেশের বাজারেও তাদের পণ্য ও সেবা রপ্তানি করছে। এসব কোম্পানিকে রাজধানী ঢাকায় অবস্থিত কোম্পানিগুলোর মতোই সমান সুযোগ দিতে বেসিসের সামগ্রিক কার্যক্রম সম্প্রসারণ করা হচ্ছে। দক্ষ জনশক্তি তৈরিতে বেসিসের অঙ্গপ্রতিষ্ঠান বিআইটিএমের কার্যক্রমও চট্টগ্রাম চ্যাপ্টারের মাধ্যমে পরিচালনা করা হবে।
এই সংক্রান্ত আরো সংবাদ

আজকের যত আয়োজন ডিজিটাল ওয়ার্ল্ডে
রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলনে কেন্দ্রে আজ থেকে শুরু হতে যাচ্ছেবিস্তারিত পড়ুন

মোবাইল নম্বর ঠিক রেখেই অপারেটর পরিবর্তন করা যাবে: প্রক্রিয়া শুরু
মোবাইল ফোনের নম্বর ঠিক রেখে অপারেটর পরিবর্তন (মোবাইল নম্বর পোর্টেবিলিটি-এমএনপি)বিস্তারিত পড়ুন

স্মার্টফোন কিনে লাখপতি হলেন পারভেজ
নির্দিষ্ট মডেলের ওয়ালটন স্মার্টফোন কিনে পণ্য নিবন্ধন করলেই মিলছে সর্বোচ্চবিস্তারিত পড়ুন