বৈশাখী ভাতা ছাড়াই এমপিওভুক্ত শিক্ষকদের বেতনের চেক ছাড়

বৈশাখী ভাতা ছাড়াই আজ মঙ্গলবার ছাড় হচ্ছে ৫ লাখ বেসরকারি শিক্ষক-কর্মচারীর মার্চ মাসের এমপিওর (বেতন-ভাতার সরকারি অংশ) চেক।শিক্ষক-কর্মচারীরা নিজ নিজ ব্যাংক হিসাব থেকে বেতন-ভাতা ১০ এপ্রিল পর্যন্ত উত্তোলন করতে পারবেন।
মাধ্যমিক ও উচ্চ শিক্ষা (মাউশি) অধিদপ্তরের অধীন বেসরকারি স্কুল, কলেজ ও মাদ্রাসার শিক্ষক-কর্মচারীদের মার্চ মাসের এমপিওর (বেতন-ভাতার সরকারি অংশ) চেক ছাড় করা হয়েছে। মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি) সূত্রে এই তথ্য জানা গেছে।
মঙ্গলবার অধিদপ্তরের উপপরিচালক মো. শফিকুল ইসলাম সিদ্দিকী স্বাক্ষরিত এক চিঠির মাধ্যমে অনুদান বণ্টনকারী অগ্রণী ও রূপালী ব্যাংকের প্রধান কার্যালয়ে এবং জনতা ও সোনালী ব্যাংকের স্থানীয় কার্যালয়ে ১২টি চেক হস্তান্তর করা হয়েছে বলে জানানো হয়। স্মারক নং- ৩৭.০২.০০০০.১০২.৩৭.০০১.২০১৬/২১৮৮।
শিক্ষক-কর্মচারীরা ১০ এপ্রিল পর্যন্ত সংশ্লিষ্ট ব্যাংক শাখা থেকে মার্চ মাসের বেতন-ভাতা তুলতে পারবেন বলে চিঠিতে উল্লেখ করা হয়।
অধিদপ্তরের কর্মকর্তারা জানিয়েছেন, সোমবার বেতন-ভাতার সরকারি আদেশ (জিও) হাতে পাওয়া গেছে। হিসাব রক্ষণ অফিস থেকে প্রয়োজনীয় অনুমোদন পেতে দেরি হওয়ায় এমপিওর চেক সোমবার ব্যাংকে পাঠানো যায়নি। তাই ১২টি চেক আজ মঙ্গলবার ব্যাংকে পাঠানো হচ্ছে।
এই সংক্রান্ত আরো সংবাদ

দেশের কয়েকটি অঞ্চলে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির শঙ্কা, নদীবন্দরে সতর্কতা
দেশের সাতটি অঞ্চলের ওপর দিয়ে ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি ও বজ্রবৃষ্টিবিস্তারিত পড়ুন

শিবির সভাপতি: অন্তর্বর্তী সরকার জুলাই বিপ্লবকে ধারণ করতে পারেনি
ইসলামী ছাত্রশিবিরের সভাপতি জাহিদুল ইসলাম বলেছেন, “অন্তর্বর্তী সরকার পুরোপুরি ব্যর্থবিস্তারিত পড়ুন

মহাকাশে কতগুলো স্যাটেলাইট উৎক্ষেপণ করা হয়েছে, শীর্ষে কোন দেশ?
এখন পর্যন্ত পৃথিবীর কক্ষপথে মোট ৩০ হাজারের বেশি স্যাটেলাইট উৎক্ষেপণবিস্তারিত পড়ুন