বৈশাখী ভাতা ছাড়াই এমপিওভুক্ত শিক্ষকদের বেতনের চেক ছাড়
বৈশাখী ভাতা ছাড়াই আজ মঙ্গলবার ছাড় হচ্ছে ৫ লাখ বেসরকারি শিক্ষক-কর্মচারীর মার্চ মাসের এমপিওর (বেতন-ভাতার সরকারি অংশ) চেক।শিক্ষক-কর্মচারীরা নিজ নিজ ব্যাংক হিসাব থেকে বেতন-ভাতা ১০ এপ্রিল পর্যন্ত উত্তোলন করতে পারবেন।
মাধ্যমিক ও উচ্চ শিক্ষা (মাউশি) অধিদপ্তরের অধীন বেসরকারি স্কুল, কলেজ ও মাদ্রাসার শিক্ষক-কর্মচারীদের মার্চ মাসের এমপিওর (বেতন-ভাতার সরকারি অংশ) চেক ছাড় করা হয়েছে। মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি) সূত্রে এই তথ্য জানা গেছে।
মঙ্গলবার অধিদপ্তরের উপপরিচালক মো. শফিকুল ইসলাম সিদ্দিকী স্বাক্ষরিত এক চিঠির মাধ্যমে অনুদান বণ্টনকারী অগ্রণী ও রূপালী ব্যাংকের প্রধান কার্যালয়ে এবং জনতা ও সোনালী ব্যাংকের স্থানীয় কার্যালয়ে ১২টি চেক হস্তান্তর করা হয়েছে বলে জানানো হয়। স্মারক নং- ৩৭.০২.০০০০.১০২.৩৭.০০১.২০১৬/২১৮৮।
শিক্ষক-কর্মচারীরা ১০ এপ্রিল পর্যন্ত সংশ্লিষ্ট ব্যাংক শাখা থেকে মার্চ মাসের বেতন-ভাতা তুলতে পারবেন বলে চিঠিতে উল্লেখ করা হয়।
অধিদপ্তরের কর্মকর্তারা জানিয়েছেন, সোমবার বেতন-ভাতার সরকারি আদেশ (জিও) হাতে পাওয়া গেছে। হিসাব রক্ষণ অফিস থেকে প্রয়োজনীয় অনুমোদন পেতে দেরি হওয়ায় এমপিওর চেক সোমবার ব্যাংকে পাঠানো যায়নি। তাই ১২টি চেক আজ মঙ্গলবার ব্যাংকে পাঠানো হচ্ছে।
এই সংক্রান্ত আরো সংবাদ
রবিবার যেসব এলাকায় ১০ ঘণ্টা গ্যাস থাকবে না
গ্যাস পাইপলাইনের মেরামত কাজ ও জরুরি স্থানান্তরের জন্য রবিবার দেশেরবিস্তারিত পড়ুন
জেমিনি চ্যাটবটে যুক্ত হলো মেমোরি, যে সুবিধা পাওয়া যাবে
কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) চ্যাটবট জেমিনিতে নতুন সুবিধা যুক্ত করেছে গুগল।বিস্তারিত পড়ুন
ঢাকা সিটি কলেজে ক্লাস বন্ধ রাখা নিয়ে নতুন সিদ্ধান্ত
ঢাকা কলেজের বাস ভাঙচুরের ঘটনাকে কেন্দ্র করে গত বুধবার সংঘর্ষেবিস্তারিত পড়ুন