বৈশাখের নতুন জামা কেনা হলো না তামান্নার, পেল কাফনের কাপড়

পহেলা বৈশাখে নতুন জামা পরার খুব সাধ ছিল শিশুটির। নতুন জামা পরে সে প্রতিবেশী অন্য শিশুদের সঙ্গে ছোটাছুটি করবে, খেলবে।
মায়ের কাছে তার বায়না জানিয়ে প্রতিশ্রুতিও আদায় করে নেয় তামান্না আক্তার (৬)।
রোববার বিকালে নতুন জামা কিনে দেয়ার কথা ছিল। কিন্তু তামান্না তার পছন্দের জামা নয়, পেল কাফনের কাপড়।
বিদ্যালয় থেকে বাড়ি ফেরার পথে বেপরোয়া গতির একটি বালুভর্তি ট্রাক তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলে মারা যায় তামান্না।
রোববার দুপুরে গাজীপুরের শ্রীপুর উপজেলার বরমী ইউনিয়নের বরামা চৌরাস্তা এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহত তামান্না ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলার তারপাড়া গ্রামের আবদুল হাকিমের মেয়ে। বাবা-মায়ের সঙ্গে সে বরামা ইউনিয়নের কায়েতপাড়ায় ভাড়া বাসায় থাকত। তামান্না বরামা চৌরাস্তা মডেল একাডেমির প্রথম শ্রেণির ছাত্রী ছিল।
এদিকে দুর্ঘটনার পর চালক ট্রাক ফেলে পালিয়ে যায়। এরপর ক্ষুব্ধ জনতা বরমী-শ্রীপুর সড়কে যান চলাচল বন্ধ করে দেয়।
শিশুটির মা সাজেদা আক্তার জানান, গত চার-পাঁচদিন আগে তার মেয়ে বায়না ধরে- পহেলা বৈশাখে নতুন একটি জামা কিনে দিতে। সামর্থ্য না থাকায় মেয়েটিকে নানাভাবে বোঝানোর চেষ্টা করলেও সে বুঝতে চায়নি। অবশেষে মেয়েকে নতুন জামা কিনে দেয়ার প্রতিশ্রুতি দিতে বাধ্য হন তিনি।
তিনি আরও জানান, তার স্বামী প্রতি রোববার সাপ্তাহিক মজুরি পান। মজুরি পাওয়ার পর রোববার বিকালে মেয়েকে নিয়ে মার্কেটে যাওয়ার কথা ছিল তাদের।
সকালে ঘুম থেকে ওঠেই তাকে দেয়া কথা মনে করিয়েও দেয় তামান্না। এরপর খুশিমনে সে বিদ্যালয়ে যায়। দুপুর সোয়া ২টার দিকে বিদ্যালয় ছুটির পর বরমী-শ্রীপুর সড়ক দিয়ে হেঁটে বাড়ি ফিরছিল তামান্না। এসময় বেপরোয়া গতির বালুভর্তি একটি ট্রাক তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলে তার মৃত্যু হয়।
এ বিষয়ে শ্রীপুর মডেল থানার ওসি আসাদুজ্জামান বলেন, ঘটনা জেনেছি। ট্রাকচালককে শনাক্ত করে গ্রেফতারের চেষ্টা চলছে।
এই সংক্রান্ত আরো সংবাদ

ডিএমপি: ৫ আগস্ট পুলিশের ওপর হামলার ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হবে
ঢাকা মহানগর পুলিশের রমনা বিভাগের উপকমিশনার (ডিসি) মো. সারোয়ার জাহানবিস্তারিত পড়ুন

আমির খসরু: নির্বাচনের মাধ্যমে জনগণকে দেশের মালিকানা ফিরিয়ে দিতে হবে
বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, “গণতন্ত্রেরবিস্তারিত পড়ুন

সিলেটের জঙ্গি নেতা আব্দুল বারি ও শামসু জামিনে মুক্ত
নিজস্ব সংবাদদাতা: শীর্ষস্থানীয় জঙ্গিবাদী সংগঠন জামাতুল মুজাহিদীন বাংলাদেশ (জেএমবি) এরবিস্তারিত পড়ুন