বৈশাখের ৫ অ্যালবাম, ৬ মিউজিক ভিডিও
পহেলা বৈশাখ উপলক্ষে পাঁচটি অ্যালবাম ও ছয়টি মিউজিক ভিডিও প্রকাশ করছে অডিও প্রযোজনা প্রতিষ্ঠান সিডি চয়েস। তাদের বৈশাখের সবচেয়ে বড় চমক ফোকসম্রাজ্ঞী মমতাজের একক অ্যালবাম ‘জলের আয়না’। মোট ছয়টি গান দিয়ে সাজানো হয়েছে অ্যালবামটি।
সবকটি গানের গীতিকার দেলোয়ার আরজুদা শরফ। গানগুলো সুর করেছেন অভি আকাশ। সঙ্গীত আয়োজন করেছেন মুশফিক লিটু। গানগুলোর শিরোনাম হলো— ‘জলের আয়না, ‘মোবাইল’, ‘ভালোবাসা জিয়ায় জিয়ায় রাখে’, ‘এক তিলে’ ‘যে তৈল হয়’, ‘কোন খানে রাখিবো তোরে’, ও ‘পবিত্র দেহ’।
অন্যান্য অ্যালবামগুলো হলো—
আনন্দের গান-৩
সিডি চয়েসের ব্যানারে এবার বাজারে এসেছে তারেক আনন্দের কথায় ‘আনন্দের গান-৩’। ছয়টি গান দিয়ে সাজানো হয়েছে অ্যালবামটি। গান গেয়েছেন কুমার বিশ্বজিৎ, কাজী শুভ ও ইলিয়াস হোসাইন। সুর করেছেন, ইলিয়াস হোসাইন, সজীব দাস, রেজোয়ান শেখ, কাজী শুভ ও অয়ন চাকলাদার। সঙ্গীত আয়োজন করেছেন, সজীব দাস, রেজোয়ান শেখ, রাফি মোহাম্মদ ও অয়ন চাকলাদার।
পরবাসী
শহীদ খানের কথায় মিক্সড অ্যালাম ‘পরবাসী’। সবকটি গানের সুর ও সঙ্গীত আয়োজন করেছেন এফ এ সুমন, অনু মোস্তাফিজ ও অয়ন চাকলাদার। গানগুলোতে কণ্ঠ দিয়েছেন এফ.এ. সুমন, বিউটি, অয়ন, কিশোর পলাশ, আরমিন সুমন, অনু মোস্তাফিজ, তনুকা, বিন্দু কনা, অশ্রু, আরফান, নিপু ও হিমি।
কিশোরী
এস.এম. শাহীন এর কথায় বৈশাখী মিক্সড অ্যালবাম ‘কিশোরী’। সাতটি গান দিয়ে সাজানো হয়েছে অ্যালবামটি। গানগুলো গেয়েছেন, কাজী শুভ, মিলন, বিউটি, সাফায়েত, আশফা, স্মরলিপি, সোহাদ যাদু। গানগুলোর সুর করেছেন, এস.এম. শাহীন ও রাজন সাহা। সঙ্গীত আয়োজন করেছেন রেজোয়ান শেখ, এম.এম.পি রনি, অয়ন চাকলাদর, ওয়াহেদ শাহীন ও রাজন সাহা।
মিষ্টি আলো
অনিক সাহান এর সংগীতে অ্যালবামটির নাম ‘মিষ্টি আলো’। ৮টি গান আছে অ্যালবামটিতে। গান গেয়েছেন, অনিক, সাবা, সুজন, তারেক হা-মীম, টুম্পা, সাজ্জাদ পারভেজ, আনোয়ার হোসেন ও মুকুল জামিল।
বৈশাখকে ঘিরে এই পাঁচ অ্যালবামের পাশাপাশি ছয়টি মিউজিক ভিডিও প্রকাশ করেছে সিডি চয়েস। এর মধ্যে আছে আরফিন রুমী’র সুর ও সঙ্গীতে জাহিদ আকবরের লেখা আরেফিন রুমী ও পড়শীর গান ‘বুকের ভিতর’। ইমরান মাহমুদুল এর সুর ও সঙ্গীতে বৈশাখের ইমরান–কনা ‘বৈশাখী ঢোল’। গানটির কথা লিখেছেন জামিল শেখ। ইমরানের সুর ও সঙ্গীতে, জাহিদ আকবর এর কথায় ইমরান ও মিলনের পহেলা বৈশাখের মিউজিক ভিডিও ‘বৈশাখী রং’।
স্নেহাশীষ ঘোষ এর কথা, মিলনের সুর ও ইমরানের সঙ্গীতে সাগরের ‘বলনা তুই বলনা’। এইচ.এম.রিপনের কথা, সুর ও সাহেদের সঙ্গীতে বেলাল খান ও মনিরের মিউজিক ভিডিও ‘তোমারই মায়ায়’ এবং স্নেহাশীষ ঘোষের কথা, মিলনের সুর ও এম.এম.পি রনির সঙ্গীতে মিলনের মিউজিক ভিডিও ‘খবর লইলিনা’।
এই সংক্রান্ত আরো সংবাদ
সমুদ্র পাড়ে দুর্গারূপে নওশাবা
শুধু ঈদ কিংবা পূজা নয়, বিশেষ ধর্মীয় দিন উপলক্ষে ফটোশুটেবিস্তারিত পড়ুন
শুল্কমুক্ত গাড়ি খালাস করেছেন সাকিব-ফেরদৌস, পারেননি সুমনসহ অনেকে
আওয়ামী লীগ সরকারের মন্ত্রী ও সংসদ সদস্যদের জন্য আমদানি করাবিস্তারিত পড়ুন
আলোচিত নায়িকা পরীমনির পরিবার সম্পর্কে এই তথ্যগুলো জানতেন?
গভীর রাতে সাভারের বোট ক্লাবে গিয়ে যৌন হেনস্তা ও মারধরেরবিস্তারিত পড়ুন