বৈশাখে যৌন হয়রানি প্রতিরোধ করা হবে

বাংলাদেশ নারী সাংবাদিক কেন্দ্রের সভাপতি নাসিমুন আরা হক বলেছেন, নারীদের যৌন হয়রানি সম্পর্কে সচেতনতা অনেক হয়েছে, এবার প্রতিরোধ করা হবে।
বুধবার জাতীয় প্রেসক্লাবের সামনে বাংলাদেশ নারী সাংবাদিক কেন্দ্র কর্তৃক আয়োজিত ‘বর্ষবরণে যৌন নিপীড়নের বর্ষপূর্তি’ উপলক্ষে এক প্রতিবাদী মানববন্ধনে তিনি এ কথা বলেন।
নাসিমুন আরা হক বলেন, ‘পহেলা বৈশাখ জাতি, বর্ণ, ধর্ম নির্বিশেষে আমাদের সকলের উৎসব। আমাদের এ উৎসবকে জঙ্গবাদী ও মৌলবাদীরা নস্যাৎ করার ষড়যন্ত্র করছে। আমরা নারী সমাজের পক্ষ থেকে স্পষ্ট করে বলে দিতে চাই, দেশে পহেলা বৈশাখের উৎসব হবে। কেউ বাধা দিতে পারবে না। যেমন ২০০১ সালে রমনা বটমূলে বোমা বিস্ফোরণ করেও এ উৎসব বন্ধ করতে পারেনি।’
তিনি প্রশাসনের সমালোচনা করে বলেন, ‘এক বছর পার হলেও বর্ষবরণে নারী নিপীড়নকারীদের এখনো প্রশাসন বিচারের মুখোমুখি দাঁড় করতে পারেনি।’
এই সাংবাদিক নেত্রী বলেন, ‘সরকারের একজন মন্ত্রী এক অনুষ্ঠানে বলেছেন, ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় বর্ষবরণে নারী নিপীড়ন ঘটনা তেমন কিছু নয়। এই বক্তব্যের প্রেক্ষিতে তার কাছে প্রশ্ন, আপনি যদি এই ধরনের যৌন হয়রানির শিকার হতেন তাহলে কী করতেন?’
তিনি বলেন, ‘দেশের নারী সমাজ এখন আর ঘরে বসে নেই, তারা ঘরের বাইরে বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মরত রয়েছে। বিভিন্নভাবে তারা দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন।’
এ সময় উপস্থিত ছিলেন ঢাকা সংবাদিক ইউনিয়নের একাংশের জনকল্যাণ সম্পাদক উম্মুল আরা সুইটি, নারী সাংবাদিক কেন্দ্রের সাধারণ সম্পাদক পারভীন সুলতানা ঝুমা, যুগ্ম সম্পাদক শান্তা মারিয়া, সদস্য নাসরিন সুলতানা, দিলরুবা খান প্রমুখ।
এই সংক্রান্ত আরো সংবাদ

যুদ্ধবিরতির ‘খুব কাছাকাছি’ হামাস-ইসরায়েল
ইরান-ইসরায়েলের “১২ দিনের যুদ্ধ” থেমেছে, কিন্তু ফিলিস্তিনের গাজা উপত্যকার মানুষেরবিস্তারিত পড়ুন

টাঙ্গুয়ার হাওড়ে ঘুরতে গিয়ে গাঁজা সেবন, ৫ পর্যটকের কারাদণ্ড-অর্থদণ্ড
সুনামগঞ্জের টাঙ্গুয়ার হাওড়ে ঘুরতে গিয়ে গাঁজা সেবন করে উচ্ছৃঙ্খল আচরণবিস্তারিত পড়ুন

ঝিনাইদহে আদালত চত্বরে মামলার স্বাক্ষীকে মারধর
ঝিনাইদহে আদালত চত্বরে চাঁদাবাজির মামলার স্বাক্ষীকে হত্যার হুমকি ও মারধরেরবিস্তারিত পড়ুন