বোন ম্যারো ট্রান্সপ্লান্টে বাঁচবে ছোট্ট ইয়ামিন
সাত বছরের এই শিশু ইয়ামিনের বাঁচার সম্ভাবনা মাত্র ২৫ ভাগ। শুধু বোন ম্যারো ট্রান্সপ্লান্ট করালেই বাঁচানো যাবে শিশুটিকে। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (পিজি হাসপাতাল) হেমাটোলজি বিভাগের প্রধান ড. এ বি এম ইউনূস ইয়ামিনের বাবা নূরুল আজিজকে বলেছেন, ‘তাকে যত দ্রুত সম্ভব বোন ম্যারো ট্রান্সপ্লান্টই করাতে হবে। তবে বেঁচে যাবে সে। এতে খরচও পড়েবে অনেক! ভারতেই এ চিকিৎসা করালে লাগবে ৫০ লাখ টাকা।’
বর্তমানে পিজি হাসপাতালের ডি ব্লকের ১৫ তলার হেমাটোলজি বিভাগে আছে ইয়ামিন। সিদ্ধিরগঞ্জ, নয়াআটি এলাকার একটি স্কুলের দ্বিতীয় শ্রেণিতে পড়ত ইয়ামিন।
ইয়ামিনের বাবা নূরুল আজিজ জানান, গত ২২ ফেব্রুয়ারি স্কুল থেকে বাড়িতে এসে হঠাৎ অসুস্থ হয়ে পড়ে সে। সঙ্গে সঙ্গেই নারায়ণগঞ্জ মেডিপ্লাস মেডিকেলে পরীক্ষা করার পর সেখানকার চিকিৎসক মোহাম্মদ মাহবুব তাকে ডা. এ বি এম ইউনূসের কাছে পাঠান।
এরপর গ্রিন রোডের গ্রীন ভিউ ক্লিনিকে চিকিৎসারত অবস্থায় মার্চ মাসে ধরা পড়ে স্ট্রংলি লিমফোব্লাস্টিক লিউকেমিয়া (ব্লাড ক্যানসার)। এতদিন কেমো চলছিল কিন্তু অবস্থা আরো খারাপ হওয়ায় তাকে নেওয়া হয় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে।
বাবা ক্ষুদ্র ব্যবসায়ী নূরুল আজিজ চৌধুরী এবং গৃহিণী মা সর্বস্ব দিয়ে চিকিৎসা খরচ চালিয়ে এখন নিঃস্ব। তাই হৃদয়বান ব্যক্তিদের কাছে আর্থিক সহায়তা চেয়েছে পরিবারটি। হৃদয়বানদের সহায়তায় হয়তো আবার সুস্থ জীবনে ফিরতে পারবে ছোট্ট ইয়ামিন। ইয়ামিনকে সাহায্য করতে : ডাচ-বাংলা ব্যাংক, হিসাব নম্বর এম/এস ইয়ামিন এন্টারপ্রাইজ, হিসাব নম্বর ১২৮.১১০.১৫৩২১, শিমরাইল শাখা, সিদ্ধিরগঞ্জ, নারায়ণগঞ্জ। যে কোনো যোগাযোগে ফোন নম্বর : ০১৭১১৬৬৩৩২২, ০১৮১১২৪৪৪৪৪।
এই সংক্রান্ত আরো সংবাদ
সাময়িক বরখাস্ত নির্বাহী ম্যাজিস্ট্রেট ঊর্মির দেশত্যাগে নিষেধাজ্ঞা
অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ও বৈষম্যবিরোধী আন্দোলনেবিস্তারিত পড়ুন
কমলা হ্যারিসের ভোটের প্রচারণায় বাজবে এ আর রহমানের গান
আগামী নভেম্বরে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন উপলক্ষে ডেমোক্রেটিক প্রার্থী কমলা হ্যারিসেরবিস্তারিত পড়ুন
উপদেষ্টা আদিলুর: পূজায় বিশৃঙ্খলাকারীদের ছাড় দেওয়া হবে না
দুর্গাপূজায় বিশৃঙ্খলাকারীদের কোনো ছাড় দেওয়া হবে না বলে সতর্ক করেবিস্তারিত পড়ুন