বোমা বানাতে গিয়ে কব্জি উড়ে গেলো যুবকের
রাজশাহীর বেলপুকুর এলাকায় বোমা তৈরির সময় বিস্ফোরণে সাদেকুল ইসলাম (২৮) নামে এক যুবকের দুই হাতের কব্জি উড়ে গেছে। অাশঙ্কাজনক অবস্থায় তাকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শনিবার রাত ৮টার দিকে বেলপুকুরের তাড়াশ এলাকায় এ ঘটনা ঘটে।
আহত সাদেকুল ইসলাম (২৮) চারঘাট থানা এলাকার ইয়াকুব আলী শেখের ছেলে।
পুঠিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান জানান, পুঠিয়ার তাড়াশ এলাকার সোহরাব আলীর ছেলে জাহিদের বাড়িতে কয়েকজন মিলে বোমা তৈরি করছিল। এসময় বোমা বিস্ফোরণ হলে সাদেকুলের দুই হাতের কব্জি উড়ে যায়। এসময় অন্যরা আহত হলে তারা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
স্থানীয়রা জানান, বোমা বিস্ফোরণের পর সাদেকুল বাড়ির মেইন সুইচের বোর্ডের সঙ্গে ঝুলছিল। এলাকাবাসী তাকে সেখান থেকে নামিয়ে কাপড় দিয়ে জড়িয়ে রাখে। পরে ঘটনাস্থলে পুলিশ উপস্থিত হয়ে সাদেকুলকে আটক করে রাত সাড়ে ৮টার দিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। আহত সাদেকুলের অবস্থা অশঙ্কাজনক। এ রিপোর্ট লেখা পর্যন্ত তার অস্ত্রেপচার চলছিল।
রামেক হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক মিথুন জানান, সাদেকুলের দুই কব্জি এবং ডান চোখ উড়ে গেছে। এছাড়া তার শরীরের বিভিন্ন স্থানে স্প্লিন্টার আছে।
এই সংক্রান্ত আরো সংবাদ
ভর্তি পরীক্ষায় জালিয়াতি: জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে আল্টিমেটাম
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) বিগত ভর্তি পরীক্ষাগুলোতে জালিয়াতির সঙ্গে জড়িতদের বিরুদ্ধেবিস্তারিত পড়ুন
সংঘর্ষের ঘটনায় রাবি কর্তৃপক্ষের মামলা, গ্রেপ্তার ১
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে স্থানীয়দের সংঘর্ষের ঘটনায় মামলা দায়ের করেছেবিস্তারিত পড়ুন
স্থানীয়দের সঙ্গে রাবি শিক্ষার্থীদের ধাওয়া-পাল্টা ধাওয়া, আহত ২০
বাসের সিটে বসাকে কেন্দ্র করে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শিক্ষার্থীদের সঙ্গেবিস্তারিত পড়ুন