বোমা হামলার দায় স্বীকার আইএসের
পুরান ঢাকার হোসেনি দালানের সামনে মহররম উপলক্ষে শিয়াদের তাজিয়া মিছিলের প্রস্তুতিকালে বোমা হামলার ঘটনার দায় স্বীকার করেছে ইসলামিক স্টেট। শনিবার যুক্তরাষ্ট্রভিত্তিক ওয়েবসাইট সার্চ ফর ইন্টারন্যাশনাল টেররিস্ট এনটিটিস (এসআইটিই) এ তথ্য জানিয়েছে।
তাজিয়া মিছিল উপলক্ষে হোসেনি দালানের সামনে শুক্রবার রাতে জড়ো হন শিয়া সম্প্রদায়ের প্রায় শতাধিক লোক । রাত দেড়টার দিকে হঠাৎ পরপর কয়েকটি বোমার বিস্ফোরণ ঘটে। এ সময় নিহত হয় সানজু (১৮) নামে এক যুবক। আহত হয় প্রায় অর্ধশতাধিক লোক । আহতদের উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
শনিবার স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল জানিয়েছেন, হামলায় গ্রেনেড ব্যবহার করা হয়েছে। এর আগে চট্টগ্রামে উদ্ধার হওয়া গ্রেনেডের সঙ্গে এগুলোর মিল আছে ।
শুক্রবার রাতে এ হামলা চালানো হলেও তাৎক্ষনিকভাবে কেউ এর দায় স্বীকার করেনি। তবে শনিবার বিকেলে সার্চ ফর ইন্টারন্যাশনাল টেররিস্ট এনটিটিস (সাইট) তাদের ওয়েবসাইটে দাবি করেছে, মধ্যপ্রাচ্যের চরমপন্থী সংগঠন আইএস এ হামলার দায় স্বীকার করেছে।
প্রসঙ্গত, গত সেপ্টেম্বর এবং চলতি মাসের শুরুর দিকে রাজধানীর গুলশান ও রংপুরে দুই বিদেশি হত্যাকাণ্ডের পর আলোচনায় আসে সাইট। ওই সময় হত্যাকাণ্ডে আইএস জড়িত ও তারা দায় স্বীকার করেছে বলে সংবাদ প্রকাশ করে বেসরকারি গোয়েন্দা সংস্থার সহযোগী এই প্রতিষ্ঠান। ওই সময় পুলিশের পক্ষ থেকে বলা হয়েছিল, আইএসের এ দায় স্বীকারের বিষয়ে সাইটের সহপ্রতিষ্ঠাতা রিটা কাৎজের কাছে সহযোগিতা চাওয়া হলেও তিনি এ ব্যাপারে কোনো সূত্র দিতে পারেননি।
এই সংক্রান্ত আরো সংবাদ

দেশের কয়েকটি অঞ্চলে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির শঙ্কা, নদীবন্দরে সতর্কতা
দেশের সাতটি অঞ্চলের ওপর দিয়ে ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি ও বজ্রবৃষ্টিবিস্তারিত পড়ুন

শিবির সভাপতি: অন্তর্বর্তী সরকার জুলাই বিপ্লবকে ধারণ করতে পারেনি
ইসলামী ছাত্রশিবিরের সভাপতি জাহিদুল ইসলাম বলেছেন, “অন্তর্বর্তী সরকার পুরোপুরি ব্যর্থবিস্তারিত পড়ুন

মহাকাশে কতগুলো স্যাটেলাইট উৎক্ষেপণ করা হয়েছে, শীর্ষে কোন দেশ?
এখন পর্যন্ত পৃথিবীর কক্ষপথে মোট ৩০ হাজারের বেশি স্যাটেলাইট উৎক্ষেপণবিস্তারিত পড়ুন