বোমা হামলার পর সিরিয়ায় প্রথম বিয়ে!
গত কয়েক মাস ধরে সিরিয়ায় প্রচুর পরিমাণে বোমা হামলা হচ্ছে। যার ফলে নিত্যদিন মৃত্যুর খবরে সেখানে আচ্ছন্ন। সেখানে কোন উৎসবের খুশি পালন করার মত কেউ নেই। কিন্তু এবার একটি বিয়েকে কেন্দ্র করে সবাই একটু আনন্দের অনুভূতি পেল।
নতুন বিবাহিত সেই দম্পতির ছবি মেট্রোর বরাতে পাওয়া গেল। তারা এই ছবির পেছনের শক্তিশালী চিন্তাভাবনা নিয়ে আলোচনা করেছেন। ছবিগুলোতে দেখা যায়, সিরিয়ার কোবানিতে মাত্র সম্পন্ন হওয়া বিয়ের পর সেই দম্পতি একে-অপরের হাত ধরে কিছু আকর্ষণীয় ছবি তুলেছেন।
গত ২৩শে অক্টোবর তারা বিবাহ বন্ধনে আবদ্ধ হন। কুরদি নেতৃত্বাধীন বাহিনীর দ্বারা অনেক আগে থেকেই সিরিয়া বন্দী হয়ে আছে। এই কুরদি দম্পতি এরকম বন্দী থাকা অবস্থায় বিয়ে সম্পন্ন করল।
এই শহর এখন কুর্দিদের দ্বারা প্রতিষ্ঠিত স্বায়ত্তশাসিত আত্মশাসন ব্যবস্থার অংশ হিসেবে পরিচালিত হবে বলে ঘোষণা করা হয়েছে। ধ্বংসের দৃশ্য সাধারণত নববধূ তার বড় দিনের স্মৃতি হিসেবে রাখতে চান না। প্রেম ও স্বাভাবিকতার মধ্যে একটি শক্তিশালী অনুভূতি ক্যাপচার করার জন্য একটি বিপজ্জনক যুদ্ধ জোনে এরকম পরিকল্পনা সত্যি সাহসের পরিচয় বহন করে।
শুধু দক্ষিণ তুর্কি সীমান্তের অ্যান আল আরব হিসেবে পরিচিত এই কোবানি শহর, উত্তর সিরিয়ার আলেপ্পো গভর্নেটে অবস্থিত। কমপক্ষে দুটি প্রধান অপরাধের কারণে ইসলামী রাষ্ট্র চরমপন্থী কোবানিতে বেসামরিক মৃত্যুর সৃষ্টি করেছেন। আইএস বিভিন্ন সময় সেখানে বিস্ফোরণ ঘটাচ্ছে। গত সেপ্টেম্বরের এক বিস্ফোরণে ৮ জন শিশুর মৃত্যু হয়।
মার্কিন নেতৃত্বাধীন কোয়ালিশন বিমান থেকে সমর্থন- জঙ্গিদের কুর্দি পিপলস নিরাপত্তা বাহিনী দ্বারা বিতাড়িত হওয়ার পর শহরে কুর্দি প্রতিরোধের একটি শক্তিশালী প্রতীক হিসেবে গণ্য করা হয়।–সূত্র: মেট্রো।
এই সংক্রান্ত আরো সংবাদ
ধর্ষণের অভিযোগের তদন্ত চলায় এমবাপ্পেকে বিজ্ঞাপন থেকে সরাল রিয়াল
আর্থিক দ্বন্দ্বের মধ্যে পিএসজি ছেড়ে রিয়াল মাদ্রিদে আসার পর একেরবিস্তারিত পড়ুন
মিয়ানমারে বন্যায় মৃতের সংখ্যা দ্বিগুণ বেড়ে ২২৬
ঘূর্ণিঝড় ইয়াগির প্রভাবে দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ মিয়ানমারে ভারি বৃষ্টিপাতের কারণেবিস্তারিত পড়ুন
ইসরাইলি হামলায় আরও ৩৮ ফিলিস্তিনি নিহত
গত ২৪ ঘণ্টায় ইসরাইলি বাহিনীর তান্ডবে প্রাণ গেছে আরও ৩৮বিস্তারিত পড়ুন