বোর্ড সভাপতিই বাদ দিতে চেয়েছিলেন মাহমুদউল্লাহকে!
বাংলাদেশের শততম টেস্টে খেলা হয়নি মাহমুদউল্লাহর। এই মিডল অর্ডার ব্যাটসম্যানকে নিয়ে যে নাটক হয়েছে, সে আলোচনা এখনো থামেনি। আজ বুধবার বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান যা বলেছেন, তা রীতিমতো বোমা ফাটানোর মতোই।
বাংলাদেশ কোচ চন্ডিকা হাথুরুসিংহে নাকি মাহমুদউল্লাহকে বাদ দেননি, সে সিদ্ধান্ত নাকি বোর্ড সভাপতি নিজেই দিয়েছিলেন। শ্রীলঙ্কায় বসে নাজমুল হাসান নিজেই বলেছেনে কথাগুলো।
কলম্বোর পি সারা ওভালে এ প্রসঙ্গে সাংবাদিকদের নাজমুল হাসান বলেন, ‘এই টেস্ট থেকে মাহমুদউল্লাহর বাদ দেওয়ার যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, এতে হাথুরুসিংহের কোনো ভূমিকা নেই। সিদ্ধান্তটা আমারই। এখানে কোচের কথা কেন আসে, আমি তা বুঝি না।’
দ্বিতীয় টেস্টের দল থেকে মাহমুদউল্লাহকে বাদ দেওয়ার সিদ্ধান্ত এসেছিল গত সোমবার। শুধু তাই নয়, ওয়ানডে দল থেকেও বাদ দিয়ে তাঁকে দেশে ফেরত পাঠানোরও সিদ্ধান্ত হয়েছিল। পরে সে সিদ্ধান্ত থেকে সরে আসে বাংলাদেশ টিম ম্যানেজমেন্টে। এই অভিজ্ঞ ব্যাটসমানকে ওয়ানডে দলে রাখা হয়, আর দেশেও ফেরত পাঠানো হয়নি।
এর আগে সর্বশেষ ২০১৫ সালে ভারতের বিপক্ষে ফতুল্লা টেস্টে বাদ পড়েন মাহমুদউল্লাহ। এরপর টানা আটটি টেস্ট খেলেন। তাঁর দুর্ভাগ্য দেশের শততম টেস্টে এসে আবার বাদ পড়েন।
অবশ্য কয়দিন আগে ভারতের বিপক্ষে হায়দরাবাদ টেস্টে ৬৪ রান করেন মাহমুদউল্লাহ। তবে গল টেস্টের দুই ইনিংসে চরমভাবে ব্যর্থ হন তিনি। প্রথম ইনিংসে ৮ রান করার পর দ্বিতীয় ইনিংসে রানের খাতাও খুলতে পারেননি তিনি।
এই সংক্রান্ত আরো সংবাদ
নারী ফুটবল দলের বেতন বকেয়া, দ্রুত সমাধানের আশ্বাস
টানা দ্বিতীয়বার সাফ নারী চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতে ঢাকায় এসে পৌঁছেছেবিস্তারিত পড়ুন
প্রোটিয়াদের রানের পাহাড়, টাইগাররা নামতেই বদলে গেল পিচের ধরন!
চট্টগ্রাম টেস্টে প্রথম ৫ সেশনেরও বেশি সময় ব্যাটিং করেছে দক্ষিণবিস্তারিত পড়ুন
নেপালকে হারিয়ে সাফ চ্যাম্পিয়ন বাংলাদেশ
নেপালের রাজধানী কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে স্বাগতিকদের ২-১ গোলে হারিয়ে সাফবিস্তারিত পড়ুন