শুক্রবার, জুলাই ৪, ২০২৫

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

বোলার মুস্তাফিজের পুনর্বাসনে সময় লাগবে : চিকিৎসক

বাংলাদেশের তারকা বোলার মুস্তাফিজুর রহমানের কাঁধে অস্ত্রোপচারের এক সপ্তাহ পর ধারণা মতই ধকল কাটিয়ে উঠছেন। তবে পুরোপুরি সেরে উঠে বল হাতে মাঠে নামতে চার থেকে পাঁচ মাস সময় লেগে যেতে পারে।

সেক্ষেত্রে ইংল্যান্ডের সাথে সিরিজ হলেও খেলতে পারবেন না ‘কাটার মুস্তাফিজ’ হিসেবে পরিচিত হয়ে ওঠা এই পেস বোলার।

ক্রিকেটে বোর্ডের চিকিৎসক ডক্টর দেবাশিষ চৌধুরী বিবিসিকে বলছেন, এ সপ্তাহেই ঢাকায় ফিরে আসছেন মুস্তাফিজ। তার পূণর্বাসনের পুরো প্রক্রিয়াটি হবে বাংলাদেশে। তবে তার পুনর্বাসন প্রক্রিয়াটি সময়-সাপেক্ষ। সেজন্য চার থেকে পাঁচ মাস সময় লাগবে বলে জানান ডক্টর চৌধুরী।

লন্ডনে যে সার্জনের তত্ত্বাবধানে মুস্তাফিজের অস্ত্রোপচার হয়েছে, তার সাথে পরামর্শ করার পর বুধবার ড: চৌধুরী এসেছিলেন লন্ডনে বিবিসির স্টুডিওতে।
তিনি জানান, “মুস্তাফিজের অপারেশনটি খুবই আধুনিক অপরেশন। এখানে সরাসরি ছিদ্র করে ক্যামেরা ঢুকিয়ে অস্ত্রোপচার করা হয়”।

তবে ‘টেকনিক্যালি ডিফিক্যাল্ট’ বলে উল্লেখ করেন তিনি বলেন, “সার্জন ডক্টর ওয়ালেস কাঁধের এ ধরনের অস্ত্রোপচারের ব্যাপারে খুবই দক্ষ। বিসিবিও চেয়েছিল সেরা একজন সার্জনের হাতেই এই অস্ত্রোপচারটি করা হোক”।

ডক্টর চৌধুরী বলেন, “ এটা বোলিং করার জন্য হয়নি বলে মনে করছি আমরা। হয়তো ডাইভিং এর সময় হয়েছে ইনজুরিটা । হয়তো গতবছরের অক্টোবরে জাতীয় লিগ খেলার সময় এই ইনজুরি হয়েছিল”।

বাংলাদেশের জন্য অপরিহার্য হয়ে ওঠা মুস্তাফিজের ইনজুরি অক্টোবরে হয়ে থাকলে এরপর তিনি ভারতে আইপিএল এবং ইংল্যান্ডে সাসেস্কে খেলতে যান, এই বিষয়টি বিসিবি কতটা গুরুত্ব দিয়েছে?

এমন প্রশ্নে চিকিৎসক মি. চৌধুরী বলেন, “দেখুন ইনজুরি খেলার অনুষঙ্গ। ইনজুরি হতেই পারে। মুস্তাফিজ আইপিএল কিংবা অন্যান্য টুর্নামেন্টে সফলভাবে বল করেছে। সে খেলার জন্য যোগ্য না বিষয়টি এমন ছিল না। ইংল্যান্ডে আসার আগে বেশকিছু টেস্ট পার করেই সে কিন্তু এসেছে” ।

এর আগে এ ধরনের ইনজুরির মুখে পড়া বেশ কয়েকজন বোলারের পুনর্বাসন হয়েছে এবং তারা খেলায় ফিরে এসেছেন বলে তিনি জানান। মুস্তাফিজের বয়স কম হওয়াতে সেটা একটা ‘পজিটিভ ফ্যাক্টর’ হিসেবে কাজ করবে বলে জানান মি চৌধুরী।

এই সংক্রান্ত আরো সংবাদ

শ্রীলঙ্কার বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ

গল আন্তর্জাতিক স্টেডিয়ামে দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথমটিতে শ্রীলঙ্কার বিপক্ষেবিস্তারিত পড়ুন

চ্যাম্পিয়নস ট্রফির প্রথম ম্যাচে আজ ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ

চ্যাম্পিয়নস ট্রফিতে নিজেদের প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ।বিস্তারিত পড়ুন

বিপিএলে টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন বরিশাল

বিপিএলের ফাইনালে শুরুতে ব্যাটিং করে রেকর্ড রান সংগ্রহ করে প্রথমবিস্তারিত পড়ুন

  • শেখ হাসিনার বাসভবন সুধা সদনেও আগুন
  • আজীবন সম্মাননা পেলেন টেন্ডুলকার
  • কিস্তিতে খেলোয়াড়দের বকেয়া শোধ করবে ‘দুর্বার রাজশাহী’
  • টানা ৮ ম্যাচ জেতার পরও এলিমিনেটরে হেরে রংপুরের বিদায়
  • বড় জয়ে সেরা আটে থাকার আশা বাঁচিয়ে রাখল রিয়াল
  • নারী ফুটবল দলের বেতন বকেয়া, দ্রুত সমাধানের আশ্বাস
  • প্রোটিয়াদের রানের পাহাড়, টাইগাররা নামতেই বদলে গেল পিচের ধরন!
  • নেপালকে হারিয়ে সাফ চ্যাম্পিয়ন বাংলাদেশ
  • ভারতের বিপক্ষে ১৩৩ রানের বিশাল পরাজয় বাংলাদেশের
  • আলোক স্বল্পতায় তৃতীয় দিনের খেলা শেষ, বাংলাদেশের প্রয়োজন আরও ৩৫৭
  • বাংলাদেশ-ভারত সিরিজে হামলার হুমকির পর এবার বয়কটের ডাক
  • বাংলাদেশ-ভারত সিরিজে থাকবেন তামিম!