মঙ্গলবার, এপ্রিল ২২, ২০২৫

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

বোলিংয়েও একি দেখালেন বাংলাদেশ !

ত্রিদেশীয় সিরিজের আগে আজ আয়ারল্যান্ড ‘এ’ দলের বিপক্ষে প্রস্তুতি ম্যাচ খেলছে বাংলাদেশ। এই ম্যাচে এখন বাংলাদেশের দেয়া ৩৯৫ রানের জয়ের টার্গেটে ব্যাট করছে আইরিশরা। শেষ খবর পাওয়া পর্যন্ত আয়ারল্যান্ড ‘এ’ দলের সংগ্রহ ৩২ ওভারে পাঁচ উইকেট হারিয়ে ১৫৩ রান।

বেলফাস্টে অনুষ্ঠিত ম্যাচটিতে আজ টস জিতে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে সাত উইকেট হারিয়ে ৩৯৪ রান সংগ্রহ করেছে টাইগাররা। সাব্বির রহমান সেঞ্চুরি করেছেন। ৮৬ বল খেলে ১০০ রান করে রিটায়ার্ড আউট হন তিনি। ৭৪ বল খেলে ৮৬ রান করেন ওপেনার তামিম ইকবাল।

২৭ বল খেলে ৪৪ রান করেন সাকিব আল হাসান। মোসাদ্দেক হোসেন সৈকত ২৭ বল খেলে ৩১ রান করেন। ২৪ বল খেলে ৪১ রান করেন মুশফিকুর রহিম। ৩১ বল খেলে ৪৯ রান করেন মাহমুদউল্লাহ রিয়াদ। আয়ারল্যান্ড ‘এ’ দলের পক্ষে শেন গেটকেট ৩টি, অ্যান্ডি ম্যাকব্রাইন ২টি ও ক্রেইগ ইয়ং ১টি করে উইকেট নেন।

আজ ব্যাট করতে নেমে দলীয় ৪৪ রানে প্রথম উইকেট হারায় বাংলাদেশ। ২৫ বল খেলে ১৭ রান করে ফিরে যান সৌম্য সরকার। এরপর তামিম ইকবাল ও সাব্বির রহমান ১০৩ রানের পার্টনারশীপ গড়েন। দলীয় ১৪৭ রানে অ্যান্ডি ম্যাকব্রাইনের বলে ক্রেইগ ইয়ংয়ের হাতে ক্যাচ হন তামিম ইকবাল। তারপর সাব্বির-সাকিব-মুশফিক-মোসাদ্দেক-রিয়াদরা অসাধারণ ব্যাটিং করে দলকে বড় সংগ্রহ এনে দেন।

আয়ারল্যান্ডে যাওয়ার আগে ইংল্যান্ডের সাসেক্সে দশদিনের অনুশীলন ক্যাম্প করেছে বাংলাদেশ। সেখানে দুইটি প্রস্তুতি ম্যাচ খেলে টাইগাররা। সাসেক্সে প্রথম প্রস্তুতি ম্যাচে মুশফিকুর রহিমের নেতৃত্বে ডিউক অব নরফোক একাদশের বিপক্ষে নির্ধারিত ৫০ ওভারে ৭ উইকেটে ৩৪৫ রান সংগ্রহ করেছিল বাংলাদেশ। অবশ্য বৃষ্টির বাগড়ায় ম্যাচটা পরিত্যক্ত হয়ে যায়। দ্বিতীয় ম্যাচে সাসেক্স একাদশকে ১৩৪ রানে পরাজিত করেটা টাইগাররা। এই ম্যাচে নির্ধারিত ৫০ ওভারে নয় উইকেট হারিয়ে ৩১৪ রান সংগ্রহ করেছিলেন মুশফিকুর রহিমরা।

আগামী ১২ মে বাংলাদেশ ও আয়ারল্যান্ডের মধ্যকার ম্যাচ দিয়ে শুরু হবে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ। এই সিরিজে অপর দল হচ্ছে নিউজিল্যান্ড। এই সিরিজ শেষ হবে আগামী ২৪ মে। ত্রিদেশীয় সিরিজ ও আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি শুরুর আগে টাইগাররা নিজেদের ভালোভাবেই ঝালাই করে নিচ্ছে।

সংক্ষিপ্ত স্কোর
বাংলাদেশ ইনিংস: ৩৯৪/৭ (৫০ ওভার)

(তামিম ইকবাল ৮৬, সৌম্য সরকার ১৭, সাব্বির রহমান ১০০, সাকিব আল হাসান ৪৪, মোসাদ্দেক হোসেন ৩১, মুশফিকুর রহিম ৪১, মাহমুদউল্লাহ রিয়াদ ৪৯, মাশরাফি বিন মুর্তজা ৮*, মেহেদী হাসান মিরাজ ০*; ক্রেইগ ইয়ং ১/৮২, নাথান স্মিথ ০/৪৮, টাইরোন কেন ০/৬৯, অ্যান্ডি ম্যাকব্রাইন ২/৬৯, জশুয়া লিটল ০/৫৮, শেন গেটকেট ৩/৬০)

এই সংক্রান্ত আরো সংবাদ

চ্যাম্পিয়নস ট্রফির প্রথম ম্যাচে আজ ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ

চ্যাম্পিয়নস ট্রফিতে নিজেদের প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ।বিস্তারিত পড়ুন

বিপিএলে টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন বরিশাল

বিপিএলের ফাইনালে শুরুতে ব্যাটিং করে রেকর্ড রান সংগ্রহ করে প্রথমবিস্তারিত পড়ুন

শেখ হাসিনার বাসভবন সুধা সদনেও আগুন

রাজধানী ঢাকার ধানমন্ডি এলাকার ৫ নম্বর সড়কে আওয়ামী লীগ সভাপতিবিস্তারিত পড়ুন

  • আজীবন সম্মাননা পেলেন টেন্ডুলকার
  • কিস্তিতে খেলোয়াড়দের বকেয়া শোধ করবে ‘দুর্বার রাজশাহী’
  • টানা ৮ ম্যাচ জেতার পরও এলিমিনেটরে হেরে রংপুরের বিদায়
  • বড় জয়ে সেরা আটে থাকার আশা বাঁচিয়ে রাখল রিয়াল
  • নারী ফুটবল দলের বেতন বকেয়া, দ্রুত সমাধানের আশ্বাস
  • প্রোটিয়াদের রানের পাহাড়, টাইগাররা নামতেই বদলে গেল পিচের ধরন!
  • নেপালকে হারিয়ে সাফ চ্যাম্পিয়ন বাংলাদেশ
  • ভারতের বিপক্ষে ১৩৩ রানের বিশাল পরাজয় বাংলাদেশের
  • আলোক স্বল্পতায় তৃতীয় দিনের খেলা শেষ, বাংলাদেশের প্রয়োজন আরও ৩৫৭
  • বাংলাদেশ-ভারত সিরিজে হামলার হুমকির পর এবার বয়কটের ডাক
  • বাংলাদেশ-ভারত সিরিজে থাকবেন তামিম!
  • খেলার মাঝেই সন্তানের সুসংবাদ, উইকেট পেয়ে উদযাপন শাহিন আফ্রিদির