বোলিংয়ের পরিকল্পনাই ছিল না মাশরাফির!
হাঁটুতে ‘নি ক্যাপ’ পড়ে প্রতিদিনই মাঠে নামতে হয় মাশরাফি বিন মুর্তজাকে। বুধবার হ্যামস্ট্রিং ইনজুরি নিয়েই মাঠে নেমেছেন ‘দায়বদ্ধতা’ থেকে। চোট পাওয়া জায়গায় যেন টান না লাগে সেজন্য টেপ পেচিয়ে মাঠে নামেন।
পরিকল্পনা ছিল মাঠে এক জায়গায় দাঁড়িয়ে ফিল্ডিং ও ব্যাটিং করবেন। কিন্তু মাশরাফি মাঠে নামলে কি এতকিছু মনে থাকে তার! লাফ-ঝাঁপ দেওয়া তার জন্যে তো মামুলি বিষয়!
বুধবার কুমিল্লা ভিক্টোরিয়ান্সের জার্সিতে দলের প্রয়োজনে বোলিং করতেই হলো মাশরাফিকে। তার বোলিং করার কথা ছিল না। এজন্য বাড়তি পেসার হিসেবে ডলার মাহমুদকে দলে নেয় কুমিল্লা। কিন্তু ক্যাচ ধরতে গিয়ে ডলার মাহমুদ চোট পেলে চার ওভার বোলিং করানোর জন্য কোনো বোলার খুঁজে পাচ্ছিলেন না মাশরাফি। কোনো উপায় না দেখে পাঁচ নম্বর বোলার হিসেবে বল হাতে নিয়ে দৌড়ানো শুরু করেন মাশরাফি। নিজের কোটার চার ওভার পূর্ণ করেন ছোট্ট রানআপে বোলিং করে। উইকেটও নেন একটি।
একটি ক্যাচও নিয়েছিলেন গুরুত্বপূর্ণ সময়ে। আবু হায়দারের বলে নাসির হোসেনের ক্যাচটি মিড অফ থেকে দৌড়ে গিয়ে কাভারে তালুবন্দি করেন মাশরাফি। তখনই পায়ে আবারও টান পড়ে কুমিল্লার অধিনায়কের।
ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে মাশরাফি নিজের চোট নিয়ে বলেন,‘শেষ ম্যাচে হ্যামস্ট্রিং ইনজুরিতে পড়েছিলাম। আজ আমার বোলিং করার কথা ছিল না। ডলার ইনজুরিতে পড়ার কারণে আমাকে বোলিং করতে হয়েছে। এজন্য শর্ট রানআপে বোলিং করেছি। কালকে কী করব, তা বলতে পারছি না। পরে দেখা যাবে।’
অধিনায়ক হিসেবে, একজন সিনিয়র ক্রিকেটার হিসেবে দায়বদ্ধতা থেকে শরীরের সঙ্গে লড়াই করে খেলে যাচ্ছেন মাশরাফি। তিনি বলেন, ‘কিছু দায়িত্ব তো আমারও কাছে। দায়বদ্ধতাও থাকে। একটু বিশ্রাম পেলে ভালো হতো। আসলে ম্যাচের পরিস্থিতি অনেক কিছু করতে বাধ্য করে। এখন নিজেকে বাঁচিয়ে রেখে যতটুকু খেলা যায়, ততটুকু খেলছি।’
এই সংক্রান্ত আরো সংবাদ

চ্যাম্পিয়নস ট্রফির প্রথম ম্যাচে আজ ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ
চ্যাম্পিয়নস ট্রফিতে নিজেদের প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ।বিস্তারিত পড়ুন

বিপিএলে টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন বরিশাল
বিপিএলের ফাইনালে শুরুতে ব্যাটিং করে রেকর্ড রান সংগ্রহ করে প্রথমবিস্তারিত পড়ুন

শেখ হাসিনার বাসভবন সুধা সদনেও আগুন
রাজধানী ঢাকার ধানমন্ডি এলাকার ৫ নম্বর সড়কে আওয়ামী লীগ সভাপতিবিস্তারিত পড়ুন