বোলিং অ্যাকশন ‘নিষিদ্ধ’: তাই ব্যাটসম্যান হয়ে গেলেন জাভিরা খান!
দুই বছর আগে জানুয়ারির ১৩ তারিখ। নিরপেক্ষ ভেন্যু শারজাহ ক্রিকেট গ্রাউন্ডে আইসিসি উইমেন্স চ্যাম্পিয়নশিপের লড়াইয়ে মুখোমুখি পাকিস্তান-শ্রীলঙ্কা। আগে ব্যাট করতে নেমে ২৪২ রানের চ্যালেঞ্জিং স্কোর গড়েছে লঙ্কান মেয়েরা। কিন্তু পাকিস্তানের কাছে এটা মোটেও চ্যালেঞ্জিং হলো না। ২.৪ ওভার হাতে রেখেই ৭ উইকেটে ম্যাচ জিতে নিয়েছিল সানা মিরের দল। আর এই জয়ের পেছনে সবচেয়ে বড় অবদান ছিল যার, তিনি জাভিরা খান।
মেরিনা ইকবালের সঙ্গে ওপেন করতে নেমে ১৪১ বলে ১৩৩ রানের অপরাজিত এক ইনিংস খেলেন। একটিও ছক্কা না মেরে ১২টি বাউন্ডারির সাহায্যে এই ইতিহাস গড়েন তিনি। সেই জাভিরা খান এখন পাকিস্তানের সর্বোচ্চ রান সংগ্রাহকদের একজন। আর ১৩৩ হলো পাকিস্তানের মেয়েদের ক্রিকেটে সর্বোচ্চ ব্যক্তিগত স্কোর। ২৯ বছর বয়সী এই ক্রিকেটার ৭৮ ম্যাচের ৭৫ ইনিংস ব্যাট করে ৩০.১০ গড়ে করেছেন ১৯৮৭ রান। একটি সেঞ্চুরির পাশাপাশি করেছেন ১২টি হাফ সেঞ্চুরি।
করাচির মেয়ে জাভিরার অভিষেক কিন্তু বোলার হিসেবেই হয়েছিল। ব্যাটসম্যান হয়েছেন পরে। তার একজন ‘আইডল’ আছেন। তিনি দক্ষিণ আফ্রিকার অধিনায়ক বিধ্বংসী ব্যাটসম্যান এবিডি ভিলিয়ার্স। ক্রিকইনফোর কাছে দেওয়া এক সাক্ষাতকারে জাভিরা বলেছেন, আমি অভিষেকের আগে থেকেই ভিলিয়ার্সের ভক্ত। তার শটগুলো আমার কাছে এত অসাধারণ লাগে যে চোখ ফেরাতে পারি না। ও আমার ব্যাটিং আইডল। ‘
অধিনায়ক সানা মিরকে প্রশংসায় ভরিয়েছেন জাভিরা। তার খারাপ সময়ে সানা উৎসাহ যুগিয়ে গেছেন নিরন্তর। জাভিরা বলেছেন, ‘২০১০ সালে বোলিং অ্যকশনের কারণে যখন আমার ওপর নিষেধাজ্ঞা এসেছিল, তখন অধিনাক আমাকে উৎসাহ যুগিয়ে গেছেন। তিনিই আমাকে একজন ব্যাটসম্যান হিসেবে প্রস্তুত হতে বলেছিলেন। আমি তখন ৮ কিংবা ৯ নম্বরে বোলিং করতাম। এরপর দলের হয়ে ওপেনও করেছি। এসবই অধিনায়কের কারণেই হয়েছে। ‘
ক্যারিয়ার এখন মধ্যগগনে। বয়স ৩০ স্পর্শ করলেই ক্রিকেটারদের অবসর নিয়ে ভাবতে হয়। ক্যারিয়ারের এই মুহূর্তে এসে পাকিস্তানের নারী ক্রিকেট নিয়ে স্বপ্ন দেখছেন জাভিরা। তার আশা, হাজারো সামাজিক-রাজনৈতিক-ধর্মীয় প্রতিবন্ধকতা মোকাবেলা করে পাকিস্তানের মেয়েরা ক্রিকেট খেলতে এগিয়ে আসবে। এটা শুধু ক্রিকেটের লড়াই নয়, মেয়েদের আত্মনির্ভরতার লড়াই।
এই সংক্রান্ত আরো সংবাদ
নারী ফুটবল দলের বেতন বকেয়া, দ্রুত সমাধানের আশ্বাস
টানা দ্বিতীয়বার সাফ নারী চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতে ঢাকায় এসে পৌঁছেছেবিস্তারিত পড়ুন
প্রোটিয়াদের রানের পাহাড়, টাইগাররা নামতেই বদলে গেল পিচের ধরন!
চট্টগ্রাম টেস্টে প্রথম ৫ সেশনেরও বেশি সময় ব্যাটিং করেছে দক্ষিণবিস্তারিত পড়ুন
নেপালকে হারিয়ে সাফ চ্যাম্পিয়ন বাংলাদেশ
নেপালের রাজধানী কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে স্বাগতিকদের ২-১ গোলে হারিয়ে সাফবিস্তারিত পড়ুন