বোলিং নিয়ে তাসকিনের নেই অস্বস্তি
ইনজুরি থেকে ফিরতে রীতিমত যুদ্ধ করছেন তরুণ পেসার তাসকিন আহমেদ। সে জন্য কঠোর পরিশ্রম করছেন তিনি। ৫ দিন হল নেটে বোলিংও শুরু করেছেন। ৫ দিনের মধ্যে বিশেষ করে গত ২ দিনের বোলিং নিয়ে বেশি উচ্ছ্বাসিত তিনি। তার মধ্যে নেই কোনো অস্বস্তি। ভারত সফরে গিয়ে ইনজুরিতে পড়ে ফিটনেস নিয়েই বেশি কাজ করেছেন তাসকিন; ট্রেনারদের দেওয়া নতুন নতুন প্রোগ্রাম গুলো মেনে চলে রীতিমত যুদ্ধ করছেন।
বৃহস্পতিবার শুরু হয়েছে জিম্বাবুয়ের সিরিজের জন্য জাতীয় দলের ক্যাম্প। ক্যাম্পের প্রথম দিনেই পেস বোলিং কোচ হিথ স্ট্রিকের সঙ্গে কাজ করেছেন তাসকিন। টানা কয়েক ওভার বোলিংও করেছেন। নিজের ইনজুরি প্রসঙ্গে তিনি বলেছেন, ‘এখন সমস্যা নেই। বুধবার ও বৃহস্পতিবার শতভাগ এফোর্ট দিয়ে বল করেছি। কোনো সমস্যা হয়নি। আশা করছি সামনেও সমস্যা হবে না। গত ৫ সপ্তাহ ভালমত রিহ্যাব করেছি। এখন কোনো সমস্যা নেই। পুরো ছন্দেই বোলিং করছি।’
বৃহস্পতিবার বেশ কয়েকওভার বোলিং করে দারুণ ছন্দ পেয়েছেন তাসকিন। এ প্রসঙ্গে তিনি বলেছেন, ‘আজকে (বৃহস্পতিবার) পুরো গতিতেই বোলিং করতে পেরেছি। আমার সব কিছুই ঠিকঠাক আছে। বোলিং করে কোনো সমস্যা হয়নি; কোনো অভিযোগ করতে হয়নি ফিজিওর কাছে। আশা কছি আর ২-১ দিন এভাবে বোলিং করতে পারলে আত্মবিশ্বাসও পুরোপুরি ফিরে পাব।’
ইনজুরি নিয়ে টেস্ট খেলার স্বপ্নে এখনো বিভোর তাসকিন। এ প্রসঙ্গে তিনি বলেছেন, ‘অবশ্যই আছে। টেস্ট খেলতে না পারলে কোনো ক্রিকেটারের পূর্ণতা আসে না। আমারও স্বপ্ন টেস্ট খেলা। শুধু টেস্ট নয়, সব সংস্করণেই নিয়মিত খেলা। আশা করছি পারব। পরিশ্রম আরও বাড়িয়ে দিয়েছি, সুযোগ আসলে অবশ্যই পারব।’
জিম্বাবুয়ের সঙ্গে সিরিজকে ছোট করে দেখছেন না তাসকিন। এ প্রসঙ্গে তিনি বলেছেন, ‘আন্তর্জাতিক ক্রিকেট প্রতিটি সিরিজই বড়, জিম্বাবুয়ে হোক আর অস্ট্রেলিয়া। সুযোগ পেলে ভাল কিছু করতে চাই। একটা সিরিজ যে কোনো দলেই খারাপ যেতে পারে। তাতেই ওরা খারাপ দল হয়ে যাচ্ছে না। জিম্বাবুয়ে ভাল দল। ছোট করে দেখার কিছু নেই। জিততে হলে সবার সেরাটা খেলেই জিততে হবে।’
এই সংক্রান্ত আরো সংবাদ

চ্যাম্পিয়নস ট্রফির প্রথম ম্যাচে আজ ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ
চ্যাম্পিয়নস ট্রফিতে নিজেদের প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ।বিস্তারিত পড়ুন

বিপিএলে টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন বরিশাল
বিপিএলের ফাইনালে শুরুতে ব্যাটিং করে রেকর্ড রান সংগ্রহ করে প্রথমবিস্তারিত পড়ুন

শেখ হাসিনার বাসভবন সুধা সদনেও আগুন
রাজধানী ঢাকার ধানমন্ডি এলাকার ৫ নম্বর সড়কে আওয়ামী লীগ সভাপতিবিস্তারিত পড়ুন