বোলিং নিয়ে হাথুরুসিংহের হতাশা
ওয়ানডে ক্রিকেটে বাংলাদেশের সাম্প্রতিক সাফল্যের পেছনে বোলারদের অনেক অবদান। মাশরাফি-সাকিব-মুস্তাফিজ-তাসকিনদের বোলিংনৈপুণ্যে অনেক গুরুত্বপূর্ণ জয় পেয়েছে লাল-সবুজের দল। কিন্তু টেস্ট ক্রিকেটে বোলিং আক্রমণ নিয়ে উচ্ছ্বসিত হওয়ার মতো কিছু হয়নি। বাংলাদেশ দলের প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহে এ নিয়ে বেশ হতাশ।
২০ অক্টোবর থেকে চট্টগ্রামে শুরু হতে যাওয়া প্রথম টেস্টের প্রস্তুতিতে ব্যস্ত সময় কাটাতে হচ্ছে সাকিব-তামিম-মুশফিকদের। শনিবার জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে অনুশীলনের ফাঁকে হাথুরুসিংহে সাংবাদিকদের বলেন, ‘টেস্ট ক্রিকেটের জন্য এখনো সঠিক কম্বিনেশন খুঁজে পাইনি আমরা। টেস্টে ২০ উইকেট নেওয়ার মতো বোলার খুঁজে পেতে আমি লড়াই চালিয়ে যাচ্ছি।’
সমস্যা সমাধানে শিকড়ে ফিরে যাওয়ার দিকে জোর দিচ্ছেন হাথুরুসিংহে। হাহাকারের সুরে বাংলাদেশ কোচের মন্তব্য, ‘আমি তো আন্তর্জাতিক পর্যায়ে বোলারদের নিয়ে পরীক্ষা করতে পারি না। অথচ দুর্ভাগ্যজনকভাবে বাংলাদেশের ক্রিকেটে আমাদের এমন পরিস্থিতি মোকাবিলা করতে হচ্ছে। কিন্তু এটা তো হতে পারে না। আমাদের জাতীয় পর্যায়েই খেলোয়াড়দের নিয়ে পরীক্ষা করতে হবে। টেস্ট ক্রিকেট যেকোনো কিছুর চেয়ে অনেক বড় চ্যালেঞ্জ।’
বাংলাদেশ অবশ্য টেস্ট খেলার তেমন সুযোগই পায় না। গত বছরের জুলাইয়ে সর্বশেষ টেস্ট খেলেছিল হাথুরুসিংহের শিষ্যরা। তাই ভক্তদের একটু ধৈর্য ধরার আহ্বান জানিয়েছেন বাংলাদেশের কোচ, ‘আমাদের দলে অনেক চোট সমস্যা আছে। খেলোয়াড়রা তেমন ছন্দেও নেই। আমরা দীর্ঘদিন টেস্ট খেলিনি। জানি না ফাস্ট বোলাররা এ মুহূর্তে ঠিক কী অবস্থায় আছে। আমাদের শুধু খেলোয়াড়দের ওপরে আস্থা রেখে ধৈর্য ধরতে হবে।’
ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজে ভালো লড়াই করে ২-১ ব্যবধানে হার মেনেছে বাংলাদেশ। এবার সামনে টেস্ট ক্রিকেটের চ্যালেঞ্জ। তবে পাঁচ দিনের ক্রিকেট নিয়ে বেশি কিছু আশা না করতেই বলছেন বাংলাদেশের ক্রিকেটকে বদলে দেওয়া হাথুরুসিংহে, ‘হাতে অস্ত্র না থাকলে আপনি কোনো পরিকল্পনা করতেও পারবেন না। তাই আমাদের কাছ থেকে অলৌকিক কিছু আশা না করাই ভালো। যদি আমরা জিতে যাই, তাহলে তো কথাই নেই। তখন বোঝা যাবে, আমরা সঠিক পথেই আছি। এটা আমাদের অনেক আত্মবিশ্বাস দেবে। আমার হাতে যা নেই, তা নিয়ে আমি চিন্তিতও নই। হাতে যা আছে, তা নিয়েই আমি সর্বাত্মক লড়াইয়ের চেষ্টা করব।’
এই সংক্রান্ত আরো সংবাদ

শ্রীলঙ্কার বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ
গল আন্তর্জাতিক স্টেডিয়ামে দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথমটিতে শ্রীলঙ্কার বিপক্ষেবিস্তারিত পড়ুন

চ্যাম্পিয়নস ট্রফির প্রথম ম্যাচে আজ ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ
চ্যাম্পিয়নস ট্রফিতে নিজেদের প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ।বিস্তারিত পড়ুন

বিপিএলে টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন বরিশাল
বিপিএলের ফাইনালে শুরুতে ব্যাটিং করে রেকর্ড রান সংগ্রহ করে প্রথমবিস্তারিত পড়ুন