বোলিং নো প্রবলেম, বাট স্পিকিং অ্যান্ড ব্যাটিং প্রবলেম: মুস্তাফিজ
“ও আমাকে সবসময় বলে, ‘বোলিং নো প্রবলেম, বাট স্পিকিং অ্যান্ড ব্যাটিং প্রবলেম’-” বললেন ডেভিড ওয়ার্নার। এমনিতে মুখচোরা মুস্তাফিজুর রহমান। তার ওপর ইংরেজিটা সেভাবে আসেই না। আইপিএল দল সানরাইজার্স হায়দরাবাদে প্রধান অস্ত্র মুস্তাফিজুর রহমানের এই সমস্যাটা হাসিমুখে মেনে নিয়েছেন অধিনায়ক ডেভিড ওয়ার্নার। মুস্তাফিজকে ইংরেজিতে জোরাজুরি না করে উল্টো নিজেই বাংলা শেখায় মন দিয়েছেন! গুগল ট্র্যান্সলেট তো আছেই। দেশে বাংলা ভাষাভাষী এক বন্ধু আছে ওয়ার্নারের। তার কাছে থেকে মোবাইলে বাংলা শিখতে শুরু করেছেন অস্ট্রেলিয়ার এই সহ অধিনায়ক!
আইপিএলে প্রতি ম্যাচে নিজেকে নতুন উচ্চতায় নিয়ে যাচ্ছেন বাংলাদেশের কাটার মাস্টার মুস্তাফিজ। ২০ বছরের এই যুবাকে নিয়ে সবার আগ্রহের পারদটা বাড়ছে তরতর করে। অন্যতম আগ্রহ বাংলা বলা ছেলেটার সাথে যোগাযোগের মাধ্যম নিয়ে। ক্রিকেট অস্ট্রেলিয়ার অফিসিয়াল ওয়েবসাইটে মুস্তাফিজকে নিয়ে বড় এক রিপোর্ট প্রকাশ হলো রবিবার। সেখানে ওয়ার্নার মুস্তাফিজের সাথে তার কথা বলার মাধ্যম হিসেবে মোবাইলের কথাই বললেন!
অধিনায়ককে মুস্তাফিজ আশ্বস্ত করেন, “বোলিং কোনো সমস্যাই না। সমস্যা কেবল কথা বলায় ও ব্যাটিংয়ে।” তাহলে কথা হয় কিভাবে? ওয়ার্নার জানিয়েছেন, “খেলার আগে গুগল ট্র্যান্সলেটের মাধ্যমে। দেশে আমার বাংলা বলা এক বন্ধু আছে। তাকে বলেছি বেশি করে টেক্সট করতে।” কিন্তু মোবাইলটা তো মাঠে নিষিদ্ধ! ওয়ার্নার বললেন, “মাঠে নামার পর সে জানে তাকে কি করতে হবে। নিজের ফিল্ড নিজে সাজায়। তার কোনো ফিল্ড সাজানো নিয়ে আমার অমত থাকলে সেটা সহজেই সমাধান করা যায়।”
৪-১-৯-২। কিংস ইলেভেন পাঞ্জাবের বিপক্ষে শনিবার এই ছিল মুস্তাফিজের বোলিং ফিগার। অসাধারণ বোলিংয়ে এবারের আইপিএলের পঞ্চম ম্যাচে এসে ম্যান অব দ্য ম্যাচের পুরস্কার জিতেছেন মুস্তাফিজ। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বাংলাই ছিল তার ভাষা। ওয়ার্নার জানালেন, “ও একটু নার্ভাস (পোস্ট ম্যাচ নিয়ে)। কারণ ইংরেজি তেমন বলতে পারে না।” এই কথার মধ্যেও আছে ওয়ার্নারের মেনে নেয়ার প্রশ্রয়। মুস্তাফিজের কাছে তারা ভালো বোলিং আশা করেন। ভাষার দুরত্ব দূর করতে তিনি, মেন্টর ভিভিএস লক্ষ্মন ও কোচ টম মুডি যে বাংলাই শিখতে শুরু করেছেন জোরেশোরে! ভাষা শিক্ষার চাপটা তাই মুস্তাফিজের ওপর না, তার সাথে কথা বলা মানুষের ওপর!
এই সংক্রান্ত আরো সংবাদ
নারী ফুটবল দলের বেতন বকেয়া, দ্রুত সমাধানের আশ্বাস
টানা দ্বিতীয়বার সাফ নারী চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতে ঢাকায় এসে পৌঁছেছেবিস্তারিত পড়ুন
প্রোটিয়াদের রানের পাহাড়, টাইগাররা নামতেই বদলে গেল পিচের ধরন!
চট্টগ্রাম টেস্টে প্রথম ৫ সেশনেরও বেশি সময় ব্যাটিং করেছে দক্ষিণবিস্তারিত পড়ুন
নেপালকে হারিয়ে সাফ চ্যাম্পিয়ন বাংলাদেশ
নেপালের রাজধানী কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে স্বাগতিকদের ২-১ গোলে হারিয়ে সাফবিস্তারিত পড়ুন