ব্যক্তি স্খলনের দায় বিভাগের নয় : পুলিশ
‘সাংগঠনিকভাবে, নীতিগতভাবে বাংলাদেশ পুলিশ কোনো অপরাধ বা অপরাধীকে সমর্থন করে না। অপরাধের শাস্তি নিশ্চিত করতেই তৎপর পুলিশ। কোনো ব্যক্তির স্খলন বা বিচ্যুতির জন্য পুলিশ বিভাগকে সামগ্রিকভাবে দায়ী করা অসমীচীন ও অসংগত।’
বাংলাদেশ পুলিশের সদর দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব কথা বলা হয়েছে। পুলিশ বাহিনীর সদস্যের হাতে একজন ব্যাংক কর্মকর্তা ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের এক কর্মকর্তা নির্যাতিত হওয়ার অভিযোগের মধ্যেই গতকাল সোমবার রাতে পুলিশের পক্ষ থেকে এক সংবাদ বিজ্ঞপ্তি দেওয়া হয়।
পুলিশ বাহিনীর মধ্যে যারা অপরাধে জড়ায়, তাদের পুলিশ হিসেবে নয়, অপরাধী হিসেবে এ দেশের প্রচলিত আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হয় বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ হয়েছে। এতে উদাহরণ হিসেবে বলা হয়েছে, ‘২০১৫ সালে কনস্টেবল থেকে সাব-ইন্সপেক্টর পর্যন্ত ৭৬ জনকে বরখাস্ত, চাকরিচ্যুত করা হয়েছে ও বাধ্যতামূলক অবসর দেওয়া হয়েছে। দুজনের ক্ষেত্রে যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।’
সংবাদ বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, বাংলাদেশ পুলিশের এক লাখ ৬৯ হাজার সদস্য রাত-দিন অক্লান্ত পরিশ্রম করে মানুষের নিরাপত্তা দিয়ে আসছেন। এর জন্য তাঁরা জীবন বাজি রেখে কাজ করছেন। মানুষকে নিরাপত্তা দিতে গিয়ে ২০১৫ সালেই সন্ত্রাসীদের হামলায় পাঁচজন পুলিশ সদস্য প্রাণ হারিয়েছেন। মানুষকে সেবা দিতে গিয়ে এমন ত্যাগ পুলিশ ছাড়া অন্য পেশায় এ দেশে বিরল। শীতের গভীর রাতে যখন সব মানুষ ঘুমিয়ে, তখন সেই ঘুম নিশ্চিত করতে রাত জেগে রাস্তায় ঘোরে পুলিশ।
‘কোটি মানুষের ফাঁকা শহরে অপ্রতুল রাস্তায় যখন গাড়ি এবং জনজীবন থমকে দাঁড়ায়, তখন গ্রীষ্মের দাবদাহ উপেক্ষা করে বা জলমগ্ন রাস্তায় কোমরপানিতে দাঁড়িয়ে মানুষের পথচলা নিশ্চিত করে পুলিশ। দাঙ্গা-হাঙ্গামা, বিশৃঙ্খলা, বিপদে অসহায় মানুষের পাশে দাঁড়ায় পুলিশই’, যোগ করা হয় বিজ্ঞপ্তিতে।
এই সংক্রান্ত আরো সংবাদ
ড. ইউনূসের মন্তব্য দেশের মানুষের জন্য অপমানজনক : আইনমন্ত্রী
আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, কর ফাঁকি দেওয়ার মামলাকে পৃথিবীর বিভিন্নবিস্তারিত পড়ুন
ময়মনসিংহে ওসি-এসপি’র বার্ষিক কর্ম সম্পাদন চুক্তি স্বাক্ষর
সরকারি দায়-দায়িত্ব ও কর্মকান্ডে স্বচ্ছতা ও দায়বদ্ধতা বৃদ্ধি, সম্পদের যথাযথবিস্তারিত পড়ুন
ন্যায় বিচার প্রতিষ্ঠায় জনগণের সাথে রায়েছে বিচার বিভাগ
দেশের মানুষের ন্যায়বিচার প্রতিষ্ঠার আন্দোলনে বিচার বিভাগ জনগণের সঙ্গে আছেবিস্তারিত পড়ুন