ব্যস্ত রাস্তায় তরুণীকে নাজেহাল, অনলাইনে ভাইরাল ভিডিও (ভিডিও সহ)
ব্যস্ত রাস্তায় এক তরুণীর শ্লীলতাহানির চেষ্টা করছে কয়েকজন যুবক। এতে বাধা দিতে গেলে মারধর করা হয় তাঁর সঙ্গীকেও। ভারতের উত্তরপ্রদেশ রাজ্যের গাজিয়াবাদ নগরের ব্যস্ত রাস্তার এই ঘটনা রীতিমতো চাঞ্চল্য তৈরি করেছে সামাজিক যোগাযোগমাধ্যমে।
জি নিউজ জানায়, এই ঘটনাটি গত বছরের নভেম্বরের হলেও সম্প্রতি ভিডিওটি প্রকাশ্যে এসেছে। যাতে এক তরুণীর শ্লীলতাহানির চেষ্টা করতে দেখা গেছে কয়েকজন মদ্যপ যুবককে। আর ঠিক সে সময় দুই পুলিশকর্মী লাঠি দিয়ে পিটিয়ে রক্ষা করেন ওই তরুণী ও তাঁর সঙ্গীকে।
গাজিয়াবাদের পুলিশ কর্মকর্তা অশ্বিন করের বরাত দিয়ে জি নিউজ জানায়, গত বছরের ২৩ নভেম্বর সন্ধ্যার সময় ব্যস্ত রাস্তায় সঙ্গীকে নিয়ে হাঁটছিলেন এক তরুণী। বেশ কয়েকজন মদ্যপ যুবক তাঁদের উত্ত্যক্ত করতে থাকে। কিছু দূর যাওয়ার পর ওই ব্যস্ত রাস্তাতেই তরুণীর ওপর ঝাঁপিয়ে পড়ে অভিযুক্তরা।
বাধা দিতে গিয়ে আক্রান্ত হন তাঁর সঙ্গীও। ওই সময় সাহায্যের জন্য চিৎকার শুরু করেন ওই তরুণী। অন্য পথচারীরা না এগিয়ে এলেও লাঠি হাতে সোজা তেড়ে যান কিছু দূরে উপস্থিত থাকা দুই পুলিশকর্মী। সজোরে পেটাতে থাকেন অভিযুক্তদের।
পুলিশের পিটুনিতে মদ্যপদের অনেকেই পালিয়ে গেলেও কয়েকজন আহত হয়ে রাস্তায় পড়ে যায়। তাঁদের গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। অশ্বিন কর আরো জানান, পুরো ঘটনাটি ভিডিও করেছিলেন ঘটনাস্থলে উপস্থিত জনতার অনেকেই। পরে এদেরই কেউ এটি অনলাইনে আপলোড করলে ভিডিওটি ছড়িয়ে পড়ে।
এদিকে জি নিউজ জানিয়েছে, আপলোডের সঙ্গে সঙ্গেই ভিডিওকে ঘিরে শুরু হয়েছে সমালোচনা। অভিযুক্তদের কড়া শাস্তির দাবি তুলেছেন সামাজিক গণমাধ্যম ব্যবহারকারীরা। এ ছাড়া আক্রান্তদের প্রতি সহানুভূতির পাশাপাশি দুই পুলিশকর্মীকেও অভিনন্দন জানানো হয়েছে সামাজিক গণমাধ্যমে ।
https://youtu.be/h2eUg2mwFoQ
এই সংক্রান্ত আরো সংবাদ
ধর্ষণের অভিযোগের তদন্ত চলায় এমবাপ্পেকে বিজ্ঞাপন থেকে সরাল রিয়াল
আর্থিক দ্বন্দ্বের মধ্যে পিএসজি ছেড়ে রিয়াল মাদ্রিদে আসার পর একেরবিস্তারিত পড়ুন
মিয়ানমারে বন্যায় মৃতের সংখ্যা দ্বিগুণ বেড়ে ২২৬
ঘূর্ণিঝড় ইয়াগির প্রভাবে দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ মিয়ানমারে ভারি বৃষ্টিপাতের কারণেবিস্তারিত পড়ুন
ইসরাইলি হামলায় আরও ৩৮ ফিলিস্তিনি নিহত
গত ২৪ ঘণ্টায় ইসরাইলি বাহিনীর তান্ডবে প্রাণ গেছে আরও ৩৮বিস্তারিত পড়ুন