ব্যাগে গরুর মাংস রাখার সন্দেহে মুসলমান দম্পতির ওপর হামলা
ভারতের মধ্যপ্রদেশে ব্যাগে গরুর মাংস থাকার সন্দেহে এক মুসলমান দম্পতিরকে মারধর করেছে হিন্দু গো-রক্ষা সমিতির কর্মীরা। তবে পরীক্ষা করে দেখা গেছে, সেগুলি মহিষের মাংস। বুধবার মধ্যপ্রদেশের হরদা জেলায় খিরখিয়া স্টেশনে এ ঘটনা ঘটে। শুক্রবার ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেস এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
মুসলমান ওই দম্পতি কুশীনগর এক্সপ্রেস ট্রেনে করে যাচ্ছিলেন। খিরখিয়া স্টেশনে নামতেই তাদের পাশাপাশি আরো সাতজনের ব্যাগ তল্লাশি করে গো-রক্ষা সমিতির সদস্যরা।
মুহাম্মদ হুসেন ও তার স্ত্রী নাসিমা বানু হায়দারাবাদে তার এক আত্মীয় বাড়িতে গিয়েছিলেন। সেখান থেকে বাড়ির পথে তাদের ওপর হামলা চালানো হয়। পুলিশ এ ব্যাপারে জিজ্ঞাসাবাদের জন্য হিন্দু গো-রক্ষা সমিতির দুই কর্মীকে গ্রেফতার করেছে। তারা জানিয়েছে, ট্রেনের এক যাত্রী ব্যাগে গরুর মাংস নিয়ে আসছে বলে তাদের খবর দেওয়া হয়েছিল।
নিগ্রহের শিকার মুহাম্মদ হুসেন জানান, হায়দারাবাদে এক আত্মীয় বাড়ি থেকে ফেরার পথে তাদের ব্যাগ তল্লাশির পাশাপাশি মারধর করা হয়। তার স্ত্রী নাসীমা বানু তার ব্যাগ তল্লাশিতে বাধা দিলে তাকে ধাক্কা মেরে ফেলে দেয়া হয়। পরে তার স্ত্রীকে হামলাকারীদের হাত থেকে রক্ষা করেন এক পুলিশ কন্সটেবল।
তিনি বলেন, ‘আমরা ভারতে বসবাস করি এবং জানি কোনটা ভুল আর কোনটা সঠিক। আমরা কেবল ছাগলের মাংস খাই। যে কালো ব্যাগে মাংস ছিল সেটি আমাদের নয়।’
প্রসঙ্গত, এর আগে উত্তর প্রদেশের দাদরিতে বাসার ফ্রিজে গরুর মাংস রাখার গুজব ছড়িয়ে মুহাম্মদ আখলাক নামে এক ব্যক্তিকে নৃশংসভাবে পিটিয়ে হত্যা করা হয়।
এই সংক্রান্ত আরো সংবাদ
প্রকাশ্যে জানালেনঃ দুই পরিচালকের সঙ্গে ‘প্রেম’ ছিল পায়েলের
টলিউড ফিল্ম ইন্ডাস্ট্রির স্বনামধন্য দুজন পরিচালক রাজ চক্রবর্তী ও আবিরবিস্তারিত পড়ুন
প্রথম ‘সন্তানের’ জন্মলগ্নে কেঁদেছিলেন দেব ! দায়িত্ব অনেকটাই একা সামলাচ্ছেন তিনি
শিরোনাম পড়ে ভাবছেন, নায়ক দেব তো বিয়েই করেননি, তাহলে সন্তানবিস্তারিত পড়ুন
আলোচিত বাবা রাম রহিমের আয় কত, অনেকেই জানেনা?
ভারতের বিতর্কীত ধর্মগুরু বাবা রাম রহিমের পঞ্জাব, হরিয়ানায় স্থাবর সম্পত্তিরবিস্তারিত পড়ুন