‘ব্যাটসম্যান’ তাইজুলে জিতল মোহামেডান
আবাহনীর বিপক্ষে দারুণ লড়াইয়ের পর হারের দুঃখ না ফুরাতেই আরেকটি ধাক্কা খেতে বসেছিল মোহামেডান। লিগে মাত্র এক ম্যাচে জয় পাওয়া পারটেক্সের সঙ্গে হারতে বসেছিল ঐতিহ্যবাহী দলটি। বল হাতে দুই উইকেটের পর তাইজুল ইসলামের ব্যাটে ৫১ বলে ৫৭ রানের অপরাজিত ইনিংস। তাতেই নিশ্চিত হারের সামনে থেকে ফিরে জিতল মোহামেডান।
তাইজুলের প্রতিরোধে পারটেক্সের দেওয়া ২৩০ রানের লক্ষ্য মোহামেডান টপকায় ৪৮.২ ওভারে ৮ উইকেট হারিয়ে। দলের সর্বোচ্চ স্কোরার তাইজুল চারটি চারের সঙ্গে হাঁকান দুটি ছক্কাও।
বিকেএসপির তিন নম্বর মাঠে পারটেক্সের ছুঁড়ে দেওয়া মাঝারি টার্গেটে ব্যাটিংয়ে নেমে শুরু থেকেই উইকেট হারাতে থাকে মোহামেডান। ১৫২ রানে ৭ উইকেট হারিয়ে ফেলে দলটি। স্বীকৃত ব্যাটসম্যানরা সবাই সাজঘরে। স্পিনার তাইজুলের সঙ্গে পেসার সাজেদুল হাল ধরেন ব্যাটিংয়ের। অষ্টম উইকেট জুটিতে ৭৬ রান আসে তাদের মাধ্যমে।
জয় থেকে দলকে ২ রান দূরে রেখে জতিন সাক্সেনার বলে ফিরতি ক্যাচে পরিণত হন সাজেদুল। ৪৮তম ওভারের শেষ বলে আউট হওয়ার আগে নামের পাশে লেখান ২৭ রান। কামরুল ইসলাম রাব্বি ব্যাটিংয়ে আসলেও স্ট্রাইক পাননি। ছক্কা মেরে তার আগেই খেলা শেষ করে দেন তাইজুল। অলরাউন্ড নৈপুণ্য দেখিয়ে ম্যাচসেরাও তিনি।
টপঅর্ডারে শ্রীলঙ্কান রিক্রুট আশালঙ্কার ব্যাট থেকে আসে ৪৭ রান। আগের ম্যাচে ১৯০ রানে বিধ্বংসী ইনিংস খেলা মোহামেডান অধিনায়ক রকিবুল হাসান করেন ৩৪ রান।
ইমরান আলি ও জতিন সাক্সেনা নেন দুটি করে উইকেট। একটি করে উইকেট নিয়েছেন মামুন হোসেন, নুরুজ্জামান মাসুম, বিশ্বনাথ হালদার ও রাজিবুল ইসলাম।
এর আগে টস জিতে ব্যাটিংয়ে নেমে ৪৯.৩ ওভারে ২২৯ রান তুলে অলআউট হয় পারটেক্স। রাকিন আহমেদ ৪৬ রানে অপরাজিত থাকেন। ৪০ রান আসে অধিনায়ক ইরফান শুক্কুরের ব্যাটে।
মোহামেডান পেসার কামরুল ইসলাম রাব্বি নেন তিন উইকেট। তাইজুল ইসলাম ও আসালঙ্কা নেন দুটি করে উইকেট। সাজেদুল ইসলাম ও এনামুল হক জুনিয়র নিয়েছেন একটি করে।
এই সংক্রান্ত আরো সংবাদ
নারী ফুটবল দলের বেতন বকেয়া, দ্রুত সমাধানের আশ্বাস
টানা দ্বিতীয়বার সাফ নারী চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতে ঢাকায় এসে পৌঁছেছেবিস্তারিত পড়ুন
প্রোটিয়াদের রানের পাহাড়, টাইগাররা নামতেই বদলে গেল পিচের ধরন!
চট্টগ্রাম টেস্টে প্রথম ৫ সেশনেরও বেশি সময় ব্যাটিং করেছে দক্ষিণবিস্তারিত পড়ুন
নেপালকে হারিয়ে সাফ চ্যাম্পিয়ন বাংলাদেশ
নেপালের রাজধানী কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে স্বাগতিকদের ২-১ গোলে হারিয়ে সাফবিস্তারিত পড়ুন