‘ব্যাটসম্যান’ মাশরাফি ও মুশফিকে হারল আশরাফুলরা
ঝড়ের পর ভেজা মাঠের প্রভাবে খেলা শুরু হতে দেরি হল। শেষপর্যন্ত মাঠে গড়িয়েছিল ২৭ ওভারের ম্যাচে। তাতেই পৌনে দুইশর কাছে রান জমা করে কলাবাগান। জবাবে ২ বল হাতে রেখে ৭ উইকেটের রোমাঞ্চকর এক জয় তুলে নেয় রূপগঞ্জ। যাতে ছোট্ট কিন্তু অতি প্রয়োজনীয় ক্যামিও এসেছে মাশরাফির ব্যাটে, জয়ে ব্যাট হাতে অবদান আছে মুশফিকেরও।
বিকেএসপির চার নম্বর মাঠে শুরুতে ব্যাট করে নির্ধারিত ২৭ ওভারে ৮ উইকেটে ১৭৬ রান তোলে কলাবাগান ক্রীড়াচক্র। উদ্বোধনীতে নামা মেহরাব হোসেন জুনিয়র খেলেছেন অপরাজিত ৭৯ রানের ইনিংস। ৫ চার ও ১ ছয়ে ৮১ বলে সাজানো ইনিংসটি।
বাকিদের মধ্যে হ্যামিল্টন মাসাকাদজা ২৯, জসিমউদ্দিন ২২, আবুল হাসানের ব্যাটে এসেছে ২০ রান। অধিনায়ক আশরাফুল ফিরেছেন রানের খাতা খোলার আগেই।
রূপগঞ্জের হয়ে ৬ ওভারে ৩৬ রান খরচায় ২ উইকেট নিয়ে সফল মাশরাফি বিন মুর্তজা। ২টি করে উইকেট গেছে মোহাম্মদ শরীফ ও মোশাররফ হোসেনের দখলেও।
জবাব দিতে নেমে সবাই টুকটাক রান করলেও রূপগঞ্জের ব্যাটসম্যানরা বড় ইনিংস খেলতে পারেননি। হাসানুজ্জামানের ৩০, আশহার জাইদির ৩৭ রানে লক্ষ্যেই থাকে তারা।
মাঝে অধিনায়ক মুশফিকুর রহিমের ৪৪ ও পরে মাশরাফির ১ চার ২ ছয়ে ১৮ বলে ২৩ রানের সময়োপযোগী ক্যামিওতে জয়ের ঠিকানা পায় রূপগঞ্জ। অথচ এই ম্যাচটি খেলার জন্য শেষমুহুর্তে সিদ্ধান্ত এসেছে। ইংল্যান্ডে অনুশীলন ক্যাম্প করার জন্য বুধবার দিবাগত রাতে দেশ ছাড়ছেন জাতীয় দলের ক্রিকেটাররা। যাওয়ার আগে ম্যাচটা খেলেই দেশ ছাড়তে চেয়েছেন মাশরাফি-মুশফিকরা। তাতে জয়ই মিলল। আর ব্যাটে-বলে অবদান রেখে ম্যাচ সেরা মাশরাফি।
এই সংক্রান্ত আরো সংবাদ

চ্যাম্পিয়নস ট্রফির প্রথম ম্যাচে আজ ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ
চ্যাম্পিয়নস ট্রফিতে নিজেদের প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ।বিস্তারিত পড়ুন

বিপিএলে টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন বরিশাল
বিপিএলের ফাইনালে শুরুতে ব্যাটিং করে রেকর্ড রান সংগ্রহ করে প্রথমবিস্তারিত পড়ুন

শেখ হাসিনার বাসভবন সুধা সদনেও আগুন
রাজধানী ঢাকার ধানমন্ডি এলাকার ৫ নম্বর সড়কে আওয়ামী লীগ সভাপতিবিস্তারিত পড়ুন