‘ব্যাটিংয়ে তারা পিছিয়ে ছিল তবে তাদের অভিজ্ঞতার কাছেই আমরা হার মেনেছি’
বাংলাদেশের বিপক্ষে সিরিজের প্রথম ম্যাচে ৭ রানে পরাজিত হয়েছে আফগানিস্তান। ২৬৬ রানের জবাবে ২৫৮ রানে থামে আফগানদের ইনিংস। কিন্তু ম্যাচের এক পর্যায় প্রায় জয়ের দিকেই যাচ্ছিল আফগানিস্তান।
ম্যাচ শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে আফগান দলপতি আসগর স্তানিকজাই জানালেন বোলিংয়েই এগিয়ে গিয়েছে বাংলাদেশ। তাদের অভিজ্ঞতার কাছেই আফগানরা পরাজয় বরণ করে নিয়েছে। তবে সেই সাথে নিজেদেরকেও দায়ী করলেন তিনি। জানালেন ম্যাচের শেষ ভাগে বাজে শটস খেলে আউট হয়েছে সেট ব্যাটসম্যানরা।
আমরা ভালোই খেলে যাচ্ছিলাম কিন্তু বাংলাদেশ দল ভালো বোলিং করেছে। তাদের অভিজ্ঞতার কাছে আমরা হার মেনেছি। তবে ব্যাটিংয়ে তারা পিছিয়ে ছিল। আমরা ভালো বল করেছি। রশিদ এবং নভীন বাংলাদেশকে গুটিয়ে দিয়েছে। এক সময় তারা ২৮০-২৯০ রান টার্গেট করেছিল আমরা তা ২৬৫ রানেই থামিয়ে দিয়েছি।
তিনি আরও বলেন, আমরাও মাঠে বেশ কিছু ভুল করেছি। আমাদের দুই সেট ব্যাটসম্যান বাজে শট খেলে আউট হয়েছে, আমরা শেষের দিকে পিছিয়ে পড়েছিলাম। আমরা সব বলেই মারমুখী হয়ে পড়েছিলাম। আশা করি সামনের ম্যাচে নিজেদের ভুলগুলো শুধরে নিব।
এই সংক্রান্ত আরো সংবাদ
নারী ফুটবল দলের বেতন বকেয়া, দ্রুত সমাধানের আশ্বাস
টানা দ্বিতীয়বার সাফ নারী চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতে ঢাকায় এসে পৌঁছেছেবিস্তারিত পড়ুন
প্রোটিয়াদের রানের পাহাড়, টাইগাররা নামতেই বদলে গেল পিচের ধরন!
চট্টগ্রাম টেস্টে প্রথম ৫ সেশনেরও বেশি সময় ব্যাটিং করেছে দক্ষিণবিস্তারিত পড়ুন
নেপালকে হারিয়ে সাফ চ্যাম্পিয়ন বাংলাদেশ
নেপালের রাজধানী কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে স্বাগতিকদের ২-১ গোলে হারিয়ে সাফবিস্তারিত পড়ুন