‘ব্যাটিংয়ে তারা পিছিয়ে ছিল তবে তাদের অভিজ্ঞতার কাছেই আমরা হার মেনেছি’

বাংলাদেশের বিপক্ষে সিরিজের প্রথম ম্যাচে ৭ রানে পরাজিত হয়েছে আফগানিস্তান। ২৬৬ রানের জবাবে ২৫৮ রানে থামে আফগানদের ইনিংস। কিন্তু ম্যাচের এক পর্যায় প্রায় জয়ের দিকেই যাচ্ছিল আফগানিস্তান।
ম্যাচ শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে আফগান দলপতি আসগর স্তানিকজাই জানালেন বোলিংয়েই এগিয়ে গিয়েছে বাংলাদেশ। তাদের অভিজ্ঞতার কাছেই আফগানরা পরাজয় বরণ করে নিয়েছে। তবে সেই সাথে নিজেদেরকেও দায়ী করলেন তিনি। জানালেন ম্যাচের শেষ ভাগে বাজে শটস খেলে আউট হয়েছে সেট ব্যাটসম্যানরা।
আমরা ভালোই খেলে যাচ্ছিলাম কিন্তু বাংলাদেশ দল ভালো বোলিং করেছে। তাদের অভিজ্ঞতার কাছে আমরা হার মেনেছি। তবে ব্যাটিংয়ে তারা পিছিয়ে ছিল। আমরা ভালো বল করেছি। রশিদ এবং নভীন বাংলাদেশকে গুটিয়ে দিয়েছে। এক সময় তারা ২৮০-২৯০ রান টার্গেট করেছিল আমরা তা ২৬৫ রানেই থামিয়ে দিয়েছি।
তিনি আরও বলেন, আমরাও মাঠে বেশ কিছু ভুল করেছি। আমাদের দুই সেট ব্যাটসম্যান বাজে শট খেলে আউট হয়েছে, আমরা শেষের দিকে পিছিয়ে পড়েছিলাম। আমরা সব বলেই মারমুখী হয়ে পড়েছিলাম। আশা করি সামনের ম্যাচে নিজেদের ভুলগুলো শুধরে নিব।
এই সংক্রান্ত আরো সংবাদ

শ্রীলঙ্কার বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ
গল আন্তর্জাতিক স্টেডিয়ামে দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথমটিতে শ্রীলঙ্কার বিপক্ষেবিস্তারিত পড়ুন

চ্যাম্পিয়নস ট্রফির প্রথম ম্যাচে আজ ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ
চ্যাম্পিয়নস ট্রফিতে নিজেদের প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ।বিস্তারিত পড়ুন

বিপিএলে টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন বরিশাল
বিপিএলের ফাইনালে শুরুতে ব্যাটিং করে রেকর্ড রান সংগ্রহ করে প্রথমবিস্তারিত পড়ুন