ব্যাটিংয়ে ধারাবাহিকতা বজায় রাখতে চান মুশফিক
ডিউক অব নরফোকের বিপক্ষে দারুণ এক সেঞ্চুরি করেছেন মুশফিকুর রহিম। ৯৮ বলে ১৩৪ রানের দুর্দান্ত ইনিংস খেলেন টাইগার অধিনায়ক। ১৪টি চার ও একটি ছক্কা ছিল জাতীয় দলের ব্যাটিং-স্তম্ভ খ্যাত এই ব্যাটসম্যানের ইনিংসে। মুশফিকের ব্যাটে ইংলিশ দলটির বিপক্ষে ৩৪৫ রানের বিশাল স্কোর গড়ে বাংলাদেশ। আয়ারল্যান্ড সিরিজ ও চ্যাম্পিয়নস ট্রফির আগে ব্যাটে রান পাওয়ায় দারুণ খুশি মুশফিকুর রহিম। পরের দুটি টুর্নামেন্টেও ভালো ব্যাটিংয়ের ধারাবাহিকতা বজায় রাখতে চান তিনি।
ডিউক অব নরফোকের বিপক্ষে অপরাজিত ১৩৪ রান করায় উচ্ছ্বসিত মুশফিক। এমন একটি ইনিংস খেলার পর নিজের ভেরিফায়েড ফেসবুকে মুশফিক বলেন, ‘অপরাজিত ১৩৪ রানে সফরটা শুরু করতে পেরে ভালো লাগছে। ইনশাল্লাহ পরবর্তী ম্যাচগুলোতেও ধারাবাহিকতা বজায় থাকবে আশা করছি। আপনারা দোয়া রাখবেন।’
ডিউক অব নরফোকের বিপক্ষে প্রথম প্রস্তুতি ম্যাচে টস জিতে ব্যাটিংয়ে নেমে শুরু থেকেই ইতিবাচক ব্যাটিং করতে থাকেন টাইগাররা। ইমরুল কায়েস ৪৪, সৌম্য সরকার ৭৩ রান করেন। মিডল অর্ডারে ব্যাট হাতে নেমে ৯৮ বলে ১৩৪ রানের দুর্দান্ত ইনিংস খেলেন মুশফিক।
সেই ম্যাচে অবশ্য জয় পায়নি বাংলাদেশ। ১৮ ওভারে কোনো উইকেট না হারিয়ে ১০৩ রান তুলে নেয় ডিউক অব নরকোফ। এরপর বৃষ্টি শুরু হলে ম্যাচটি পরিত্যক্ত হয়ে যায়।
১০ দিনের এই কন্ডিশনিং ক্যাম্পে আরেকটি প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ দল। ৫ মে সেই ম্যাচে লাল-সবুজের দলের প্রতিপক্ষ সাসেক্স একাদশ।
কন্ডিশনিং ক্যাম্প শেষে ৭ মে আয়ারল্যান্ডে যাবে বাংলাদেশ। ১২ মে ত্রিদেশীয় সিরিজের প্রথম ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ স্বাগতিক আয়ারল্যান্ড। এরপর ১ জুন শুরু হবে চ্যাম্পিয়নস ট্রফি।
এই সংক্রান্ত আরো সংবাদ
নারী ফুটবল দলের বেতন বকেয়া, দ্রুত সমাধানের আশ্বাস
টানা দ্বিতীয়বার সাফ নারী চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতে ঢাকায় এসে পৌঁছেছেবিস্তারিত পড়ুন
প্রোটিয়াদের রানের পাহাড়, টাইগাররা নামতেই বদলে গেল পিচের ধরন!
চট্টগ্রাম টেস্টে প্রথম ৫ সেশনেরও বেশি সময় ব্যাটিং করেছে দক্ষিণবিস্তারিত পড়ুন
নেপালকে হারিয়ে সাফ চ্যাম্পিয়ন বাংলাদেশ
নেপালের রাজধানী কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে স্বাগতিকদের ২-১ গোলে হারিয়ে সাফবিস্তারিত পড়ুন