তিন হাজারি ক্লাবে নাম লেখান মুশফিক, ব্যাটিংয়ে ভারত ফলোঅন না করিয়ে

এই বুঝি ফলোঅনের লজ্জায় পড়ল বাংলাদেশ! সকালে এমন একটা সংশয় জেঁকে বসেছিল সবার মনে। কিন্তু শেষমেশ রক্ষা হয়েছে অপ্রত্যাশিতভাবে। ২৯৯ রানের লিড পাওয়ার পরও ভারতীয় অধিনায়ক বিরাট কোহলি ভরসা পেলেন না আরেকবার ফিল্ডিং করার। বাংলাদেশকে ফলোঅন না কারিয়ে নিজেরাই ব্যাটিংয়ে নেমে পড়লেন।
এদিকে প্রথম ইনিংসে মুশফিকের ১২৭ রানের বীরোচিত ইনিংসে ভর করে ৩৮৮ রানের পুঁজি পায় বাংলাদেশ। ফলে ভারতের চেয়ে ২৯৯ রানে পিছিয়ে প্রথম ইনিংস শেষ করল টাইগাররা।
ফলোঅন এড়ানোর লক্ষ্য নিয়েই চতুর্থ দিন মাঠে নামেন মুশফিক-মিরাজ। কিন্তু কোনো কিছু বুঝে উঠার আগেই বিদায় নিলেন মিরাজ। এরপর একে একে ফিরে গেলেন তাইজুল, তাসকিন।
তবে সবাইকে ছাড়িয়ে অসাধারণ খেলেছেন ক্যাপ্টেন। নয় উইকেট খুইয়ে বাংলাদেশের যখন যায়যায় অবস্থা। ঠিক তখনও অবিচল ছিল মুশফিকের ব্যাট। শেষ পর্যন্ত লাল-সবুজের দেশকে লড়াকু এক শতক উপহার দেন মুশফিক। টেস্টে এটি তাঁর পঞ্চম শতরানের ইনিংস।
এর আগে তৃতীয় দিন শেষে বাংলাদেশের স্কোর বোর্ডে জমা পড়েছিল ৬ উইকেটে ৩২২ রান। ৮১ রানে মুশফিক ও ৫১ রান নিয়ে অপরাজিত ছিলেন মিরাজ।
ওইদিন টেস্টে তিন হাজারি ক্লাবে নাম লেখান মুশফিক। তার আগে তুলে নেন ১৬তম অর্ধশতও। তাঁকে সঙ্গ দিয়ে দারুণ নৈপুণ্য দেখিয়েছেন মেহেদী হাসান মিরাজ। প্রথমবারের মতো টেস্টে অর্ধশতক রানের দেখা পান মিরাজ।
পাঁচ নম্বরে ব্যাট করতে নেমে মুশফিকের সঙ্গে ১০৭ রানের পার্টনারশিপ গড়েন সাকিব। শেষ পর্যন্ত ৮২ রানে বিদায় নেন সাকিব।
হতাশ করেন সাব্বির রহমান। তিনি ফিরে যান ১৬ রান করে। এছাড়া দিনের শুরুতে মাহমুদউল্লাহ রিয়াদ ২৮ ও তামিম ইকবাল ২৫ রান করে আউট হন।
এই সংক্রান্ত আরো সংবাদ

চ্যাম্পিয়নস ট্রফির প্রথম ম্যাচে আজ ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ
চ্যাম্পিয়নস ট্রফিতে নিজেদের প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ।বিস্তারিত পড়ুন

বিপিএলে টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন বরিশাল
বিপিএলের ফাইনালে শুরুতে ব্যাটিং করে রেকর্ড রান সংগ্রহ করে প্রথমবিস্তারিত পড়ুন

শেখ হাসিনার বাসভবন সুধা সদনেও আগুন
রাজধানী ঢাকার ধানমন্ডি এলাকার ৫ নম্বর সড়কে আওয়ামী লীগ সভাপতিবিস্তারিত পড়ুন