ব্যাটিংয়ে সাদামাটা, বোলিংয়ে উজ্জ্বল বাংলাদেশ

প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে হারের পর দ্বিতীয় ম্যাচে জয়ের মুখ দেখলো বাংলাদেশ নারী ক্রিকেট দল। থাইল্যান্ডের বিপক্ষে ৩৫ রানের জয় টুর্নামেন্টে খানিকটা হলেও এগিয়ে নিলো সালমা-জাহানারাদের।
শুরুটা ভালো হয়নি বাংলাদেশের মেয়েদের। ভারতের বিপক্ষে ১১৯ রানের লক্ষ্য জয় করতে নেমে লজ্জার রেকর্ড গড়েছিলো বাংলাদেশ। মাত্র ৫৪ রানেই গুটিয়ে ‘অর্জন’ করেছিলো সর্বনিম্ন রানের মাইলফলক।
সোমবার ব্যাংককের ইন্সটিটিউট অব টেকনোলোজি গ্রাউন্ডে স্বাগতিক থাইল্যান্ডের বিপক্ষে তাই জয় ছাড়া অন্যকিছু ভাববার সুযোগ ছিলো না রুমানা আহমেদের দলের।
মোটাদাগে জয় পেলেও, এই ম্যাচেও ব্যর্থ বাংলাদেশ। সহযোগী দেশ থাইল্যান্ডের বিপক্ষে নিজেদের দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে নির্ধারিত ২০ ওভারে ছয় উইকেট হারিয়ে মাত্র ৮৮ রান তুলতে সমর্থ হয় লাল-সবুজ জার্সিধারীরা। ব্যাট হাতে সর্বোচ্চ ৩৮ রান করেন ওপেনার সানজিদা আহমেদ। আর মাত্র দুজন দুই অংকের রান তুলতে পেরেছেন (ফারজানা হক, ১৫ ও সালমা খাতুন, ১০)। থাই বোলারদের মধ্যে সুলিপর্ন লাওমি তিনটি উইকেট নিয়েছেন।
৮৯ রানের লক্ষ্য জয় করতে নেমে মাত্র ৫৩ রান তুলতেই গুটিয়ে যায় স্বাগতিকরা। বাংলাদেশের পেসার পান্না ঘোষের কাছেই পরাস্ত পুরো থাইল্যান্ড ক্রিকেট দল। নিজের কোটার চার ওভার বল করে চার উইকেট নিয়েছেন তিনি। খরচ করেছেন মাত্র নয় রান। আরেক পেসার জাহানারা আলম নিয়েছেন দুটি উইকেট। থাই ওপেনার নাত্তাকান চান্তাম সর্বোচ্চ ২১ রানের ইনিংস খেলেছেন।
এখন পর্যন্ত দুই ম্যাচের একটিতে জয় পেল বাংলাদেশ। টুর্নামেন্টে নিজেদের তৃতীয় ম্যাচে মঙ্গলবার নেপালের মুখোমুখি হবে তারা।
এই সংক্রান্ত আরো সংবাদ

চ্যাম্পিয়নস ট্রফির প্রথম ম্যাচে আজ ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ
চ্যাম্পিয়নস ট্রফিতে নিজেদের প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ।বিস্তারিত পড়ুন

বিপিএলে টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন বরিশাল
বিপিএলের ফাইনালে শুরুতে ব্যাটিং করে রেকর্ড রান সংগ্রহ করে প্রথমবিস্তারিত পড়ুন

শেখ হাসিনার বাসভবন সুধা সদনেও আগুন
রাজধানী ঢাকার ধানমন্ডি এলাকার ৫ নম্বর সড়কে আওয়ামী লীগ সভাপতিবিস্তারিত পড়ুন