ব্যাটিংয়ে সেরা তামিম, বোলিংয়ে তাসকিন
বেশ কিছু দিন ধরেই ওয়ানডেতে দারুণ ফর্মে আছেন তামিম ইকবাল। আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজেও হেসেছে তামিমের ব্যাট। তিন ম্যাচের ওয়ানডে সিরিজে তিনিই সংগ্রহ করেছেন সবচেয়ে বেশি রান। আর অবৈধ বোলিং অ্যাকশনের নিষেধাজ্ঞা কাটিয়ে দারুণভাবে ফিরেছেন তাসকিন আহমেদ। সাত উইকেট নিয়ে তিনিই সিরিজের সেরা বোলার।
সিরিজের প্রথম ম্যাচে তামিম খেলেছিলেন ৮০ রানের লড়াকু ইনিংস। দ্বিতীয় ম্যাচে অবশ্য খুব বেশি জ্বলে উঠতে পারেননি। আউট হয়ে গিয়েছিলেন ২০ রান করে। তবে সেই আক্ষেপ তৃতীয় ম্যাচে ঘুচিয়ে দিয়েছেন বাঁহাতি এই ওপেনার। পূর্ণ করেছেন ওয়ানডে ক্যারিয়ারের সপ্তম শতক। খেলেছেন ১১৮ বলে ১১৮ রানের ইনিংস। সব মিলিয়ে তিন ওয়ানডে মিলিয়ে তামিম করেছেন সবচেয়ে বেশি, ২১৮ রান। ব্যাটিং গড় ৭২.৬৬। সিরিজের সেরা খেলোয়াড়ের পুরস্কারও জিতেছেন তামিম।
তামিমের পর দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক মাহমুদউল্লাহ। তিন ম্যাচে তিনি করেছেন ১১৯ রান। আফগানিস্তানের পক্ষে সর্বোচ্চ ১০৭ রান করেছেন রহমত শাহ। তিন ম্যাচ মিলিয়ে আর কেউই করতে পারেননি ১০০ রান।
বাংলাদেশ-আফগানিস্তান সিরিজে বোলারদের মধ্যে দাপট দেখিয়েছেন স্পিনাররা। সবচেয়ে বেশি উইকেটের তালিকায় স্পিনারদেরই আধিপত্য। তবে তার মধ্যেও ব্যতিক্রম তাসকিন। বোলিং অ্যাকশন সংক্রান্ত নিষেধাজ্ঞা কাটিয়ে মাঠে ফিরেই তিন ম্যাচে তাসকিন নিয়েছেন সাতটি উইকেট। সমান সংখ্যক উইকেট গেছে আফগানিস্তানের লেগস্পিনার রশিদ খানের ঝুলিতে। ছয়টি করে উইকেট পেয়েছেন সাকিব আল হাসান ও মোহাম্মদ নবী।
এই সংক্রান্ত আরো সংবাদ
নারী ফুটবল দলের বেতন বকেয়া, দ্রুত সমাধানের আশ্বাস
টানা দ্বিতীয়বার সাফ নারী চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতে ঢাকায় এসে পৌঁছেছেবিস্তারিত পড়ুন
প্রোটিয়াদের রানের পাহাড়, টাইগাররা নামতেই বদলে গেল পিচের ধরন!
চট্টগ্রাম টেস্টে প্রথম ৫ সেশনেরও বেশি সময় ব্যাটিং করেছে দক্ষিণবিস্তারিত পড়ুন
নেপালকে হারিয়ে সাফ চ্যাম্পিয়ন বাংলাদেশ
নেপালের রাজধানী কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে স্বাগতিকদের ২-১ গোলে হারিয়ে সাফবিস্তারিত পড়ুন