ব্যাটিং ব্যর্থতার আক্ষেপ মাশরাফির কণ্ঠে

ওয়ানডে সিরিজর পর টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচেও সেই একই রুপে দেখা দিল বাংলাদেশের ব্যাটিং লাইনআপ। নেপিয়ারের ব্যাটিং স্বর্গে তাসের ঘরের মত ভেঙে পড়ল টাইগারদের ব্যাটিং লাইনআপ।
স্কোরটাকে সম্মানজনক পর্যায়ে নিয়ে যেতে অবদান রাখলেন মাহমুদ উল্লাহ রিয়াদ। কিন্তু এই উইকেটে কিউইদের আটকাতে তা যথেষ্ট ছিল না। ম্যাচ শেষে অধিনায়ক মাশরাফির কণ্ঠে ঝড়ল সেই আক্ষেপ।
বাংলাদেশ অধিনায়ক বললেন, “আমাদের আসলে ১৫ থেকে ২০ রান কম হয়ে গেছে। তারপরও মাহমুদউল্লাহ দুর্দান্ত খেলেছে বলে আমরা ১৪১ পর্যন্ত যেতে পেরেছি। ”
ব্যাটসম্যানদের রানগুলোর দিকে তাকালেই এই কথা স্পষ্ট হয়ে যাবে। তামিম ১১, ইমরুল ০ সাব্বির ১৬, সৌম্য সরকার ০, সাকিব আল হাসান ১৪, মাশরাফি ১, নুরুল হাসান ৭*, রুবেল ২*। সর্বোচ্চ রান করেন মাহমুদ উল্লাহ রিয়াদ ৫২। শেষ পর্যন্ত তিনি ফার্গুসনের বলে বোল্ড হয়ে যান। তরুণ মোসাদ্দেক হোসেন করেন দ্বিতীয় সর্বোচ্চ ২০ রান। রিয়াদ আর মোসাদ্দেকের জুটিতেই মূলত ১৪১ রান করতে সক্ষম হয় বাংলাদেশ।
এর মাঝেও কিছু ‘প্রাপ্তি’ খুঁজে পেয়েছেন অধিনায়ক। তার ভাষায়, “ব্যাটিংয়ে আমাদের শুরুতে উইকেট পড়ল। কিন্তু পরের দশ ওভার ভালো ব্যাট করলাম। তবে রানটা বেশ কম হয়ে গিয়েছে। ”
ব্যাটসম্যানদের করা স্বল্প পুঁজি নিয়ে লড়াইয়ে নামেন বোলাররা। উইকেট তুলে নিয়ে চাপেও ফেলে দেন স্বাগতিকদের। কিন্তু ঐরকম উইকেটে ১৪১ কোনো রানই নয়। কিউই দলটির বেশিরভাগ ক্রিকেটার টি-টোয়েন্টি স্পেশালিস্ট। তাদের ব্যাটে প্রচন্ড হিট আছে। এর মাঝেও ৪ জনকে আউট করতে সক্ষম হন বোলাররা। একজন অবশ্য রানআউট হয়েছেন।
তবে বোলারদর প্রাপ্য ধন্যবাদ দিতে ভুলেননি মাশরাফি, “বোলিংয়ের শুরুতে আমাদের লক্ষ্য ছিল দ্রুত উইকেট তুলে নেওয়ার। সেটা আমাদের বোলাররা করতে পেরেছে। কিন্তু এরপর উইলিয়ামসন ও গ্র্যান্ডহোম এমন ভালো খেলল যে পারা গেল না। ”
আগামী ৬ জানুয়ারি দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচ অনুষ্ঠিত হবে মাউন্ট মউঙ্গানুইতে। খেলাটি শুরু হবে বাংলাদেশ সময় সকাল ৮টায়।
এই সংক্রান্ত আরো সংবাদ

শ্রীলঙ্কার বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ
গল আন্তর্জাতিক স্টেডিয়ামে দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথমটিতে শ্রীলঙ্কার বিপক্ষেবিস্তারিত পড়ুন

চ্যাম্পিয়নস ট্রফির প্রথম ম্যাচে আজ ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ
চ্যাম্পিয়নস ট্রফিতে নিজেদের প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ।বিস্তারিত পড়ুন

বিপিএলে টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন বরিশাল
বিপিএলের ফাইনালে শুরুতে ব্যাটিং করে রেকর্ড রান সংগ্রহ করে প্রথমবিস্তারিত পড়ুন