ব্যাটিয়ের সময় হ্যামস্ট্রিং পেশিতে টান, আজ কি মাঠে নামবেন ইমরুল?
ইংল্যান্ডের বিপক্ষে শুক্রবার প্রথম ওয়ানডেতে দলে ফিরেই অসাধারণ এক সেঞ্চুরি উপহার দিয়েছেন ইমরুল কায়েস।
তবে ব্যাটিয়ের সময় হ্যামস্ট্রিং পেশিতে টান লেগেছে ইমরুলের। সেঞ্চুরিও করেছেন প্রচন্ড অস্বস্তি নিয়ে। তার অবস্থা বুঝে সিদ্ধান্ত নেয়া হবে দ্বিতীয় ওয়ানডে খেলা হবে কিনা এই উদ্বোধনী এই ব্যাটসম্যানের।
প্রথম ওডিআইতে ইনিংসের মাঝপথে ৮১ রানের পর টান লাগে ইমরুলের পায়ে। মাঠেই বেশ কিছুক্ষণ চিকিৎসা নিয়েছেন। অস্বস্তি নিয়ে ব্যাট করেই ছুঁয়েছেন সেঞ্চুরি। দলকে অবশ্য জেতাতে পারেননি, আদিল রশিদের বলে হয়েছেন স্টাম্পড। ম্যাচ শেষে অধিনায়ক মাশরাফি বলেছেন, পায়ে টান না লাগলে হয়ত অন্যরকম কিছু করতে পারতেন ইমরুল।
এদিকে গতকালও ইমরুলের পায়ে অস্বস্তি ছিল। সারাদিনই দেওয়া হয়েছে বরফ আর চলেছে চিকিৎসা। খুব গুরুতর কিছু না হলেও আজ রোববার অবস্থা দেখেই নেওয়া হবে চূড়ান্ত সিদ্ধান্ত।
এই সংক্রান্ত আরো সংবাদ
নারী ফুটবল দলের বেতন বকেয়া, দ্রুত সমাধানের আশ্বাস
টানা দ্বিতীয়বার সাফ নারী চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতে ঢাকায় এসে পৌঁছেছেবিস্তারিত পড়ুন
প্রোটিয়াদের রানের পাহাড়, টাইগাররা নামতেই বদলে গেল পিচের ধরন!
চট্টগ্রাম টেস্টে প্রথম ৫ সেশনেরও বেশি সময় ব্যাটিং করেছে দক্ষিণবিস্তারিত পড়ুন
নেপালকে হারিয়ে সাফ চ্যাম্পিয়ন বাংলাদেশ
নেপালের রাজধানী কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে স্বাগতিকদের ২-১ গোলে হারিয়ে সাফবিস্তারিত পড়ুন