ব্যাটের জন্য নতুন আইনের পক্ষে এমসিসি
ব্যাটের পুরুত্ব অন্তত ২০ মিলিমিটার কমানো উচিৎ। এমনটাই মনে করে ক্রিকেটের আইন প্রণয়ন সংস্থা মেরিলবোন ক্রিকেট ক্লাবের ওয়ার্ল্ড ক্রিকেট কমিটি। তাদের মতে, ব্যাটের পুরুত্বের কারণে ব্যাটিং খুব সহজ হয়ে দাঁড়িয়েছে। তাই নতুন আইন চাই।
এখন ব্যাটের পুরুত্ব ৮০ মিলিমিটার পর্যন্ত হচ্ছে। আর কানাও ৫৫ মিলিমিটার পুরু দেখা যাচ্ছে। কমিটি মনে করে, ব্যাটের পুরুত্ব ৬০-৬৫ মিলিমিটার ও কানা সর্বোচ্চ ৩৫-৪০ মিলিমিটারে নির্ধারণ করে দিলে তাতে ফল আসতে পারে। এখন ব্যাটের দৈর্ঘ্য ও প্রস্থ নিয়ে আইন আছে। কিন্তু পুরুত্ব নিয়ে কোনো আইন নেই। এমসিসির আইন হলে এটি ২০১৭ এর ১ অক্টোবর থেকে চালু হতে পারে।
গত জুনে ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা আইসিসিও ব্যাটের এই বিষয়টি নিয়ে উদ্বেগ প্রকাশ করে। খেলার ভারসাম্যের জন্য ব্যাটের আকার নির্ধারিত হওয়া দরকার বলে মত দেয় তারা। তবে বলটা ঠেলে দিয়েছিল এমসিসির কোর্টে। ওয়ার্ল্ড ক্রিকেট কমিটির সদস্য অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক রিকি পন্টিংও টেস্টে সবার জন্য একই রকম ব্যাটের পক্ষে সায় দিয়েছেন। এমসিসির এই কমিটিতে আছেন ১২জন সাবেক আন্তর্জাতিক খেলোয়াড়। সোম ও মঙ্গলবার লর্ডসে বৈঠক করেছেন তারা।
আরো কিছু বিষয় নিয়ে আলোচনা হয়েছে বৈঠকে। সেখানে এমসিসি মত দিয়েছে যে অলিম্পিক গেমসে টি-টোয়েন্টি ক্রিকেট শুরু হওয়া দরকার। ২০২৪ অলিম্পিকে তাই ইভেন্ট হিসেবে ক্রিকেটকে অন্তর্ভূক্ত করতে আবেদন করা দরকার। ভবিষ্যতে টেস্টে রেলিগেশন ও প্রোমোশন আইনের পক্ষে মত দিয়েছে তারা। সেই সাথে গোলাপি বলে দিবা-রাত্রীর টেস্টের বিস্তারে তাদের সায়। এছাড়া ম্যানক্যাডিং নিয়ে আলোচনা হয়েছে। কমিটি এই আইন রাখতে চায়। বোলার বল হাত থেকে ছাড়ার আগ পর্যন্ত ব্যাটসম্যানকে সীমানায় থাকতে হবে বলে মানে তারা।
এই সংক্রান্ত আরো সংবাদ
নারী ফুটবল দলের বেতন বকেয়া, দ্রুত সমাধানের আশ্বাস
টানা দ্বিতীয়বার সাফ নারী চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতে ঢাকায় এসে পৌঁছেছেবিস্তারিত পড়ুন
প্রোটিয়াদের রানের পাহাড়, টাইগাররা নামতেই বদলে গেল পিচের ধরন!
চট্টগ্রাম টেস্টে প্রথম ৫ সেশনেরও বেশি সময় ব্যাটিং করেছে দক্ষিণবিস্তারিত পড়ুন
নেপালকে হারিয়ে সাফ চ্যাম্পিয়ন বাংলাদেশ
নেপালের রাজধানী কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে স্বাগতিকদের ২-১ গোলে হারিয়ে সাফবিস্তারিত পড়ুন