ব্যাটের পর এবার বল হাতে কেরামতি দেখালেন আশরাফুল!

ঘরোয়া ক্রিকেটের নিষেধাজ্ঞা কাটিয়ে মাঠে ফিরে একের পর এক নিজের কেরামতি ঝাড়ছেন বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অলরাউন্ডার অধিনায়ক মোহাম্মদ আশরাফুল।
সাড়ে তিন বছরের নিষেধাজ্ঞা কাটিয়ে নিজেকে প্রমাণ করার জন্য ওঠেপড়ে লেগে গেলেন আশরাফুল। কিছুদিন আগে মিরপুর শেরে-ই বাংলা স্টেডিয়ামে ১১৫ রানের একটি দুর্দান্ত ইনিংস খেলে যোগ্যতার পরিচয় দেন তিন।
এরপর সিরাজগঞ্জ ঘরোয়া টুর্নামেন্ট খেলতে গিয়ে বল-ব্যাটে অসাধারণ ভূমিকা রেখে নিজের জাত চিনিয়েছেন আশরাফুল। তাছাড়াও গতকাল ফতুল্লা স্টেডিয়ামে জাতীয় ক্রিকেট লিগে ব্যাট করতে নেমে ১২৩ মিনিটে ৮০ বলে ৩ চার ও ১ ছক্কায় সাহায্যে সম্মানজনক ৩৯ রান করেন তিনি।
ব্যাট হাতে জ্বলে উঠার পর আজ আবার ঢাকা বিভাগের বিপক্ষেও বল হাতে জ্বলে উঠলেন তিনি। ৪৭ রান দিয়ে ৩ উইকেট নিয়েছেন। ঢাকা বিভাগের মিডল অর্ডার বলতে গেলে তার বলেই গুঁড়িয়ে গেলো। এদিন আশরাফুলের বোলিং ফিগার ছিল ১৫-৩-৪৭-৩।
এই সংক্রান্ত আরো সংবাদ

চ্যাম্পিয়নস ট্রফির প্রথম ম্যাচে আজ ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ
চ্যাম্পিয়নস ট্রফিতে নিজেদের প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ।বিস্তারিত পড়ুন

বিপিএলে টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন বরিশাল
বিপিএলের ফাইনালে শুরুতে ব্যাটিং করে রেকর্ড রান সংগ্রহ করে প্রথমবিস্তারিত পড়ুন

শেখ হাসিনার বাসভবন সুধা সদনেও আগুন
রাজধানী ঢাকার ধানমন্ডি এলাকার ৫ নম্বর সড়কে আওয়ামী লীগ সভাপতিবিস্তারিত পড়ুন