ব্যাটে বলে দুর্ধর্ষ মাশরাফিরা হারালেন খুলনাকেও
মাশরাফি বিন মুর্তজা বল হাতে আগে নিলেন ৩ উইকেট। ৪ ওভার রান দিলেন মোটে ১৬। এরপর ব্যাটকে তরবারী বানিয়ে নেমে পড়লেন ৫ নম্বরে ব্যাট করতে। ১১ বলে ৩ ছক্কায় ২০ রান দিয়ে গেলেন। এর সাথে মারলন স্যামুয়েলসের দায়িত্ব নেওয়া ৫৭ বলে ৬৯ রানের হার না মানা ইনিংস যোগ হয়। তাতে খুলনা টাইটান্সকে ৫ উইকেটে হারিয়ে এবারের বিপিএলে টানা তৃতীয় ম্যাচ জিতল কুমিল্লা ভিক্টোরিয়ান্স।
এই আসরের শুরুতে গতবারের চ্যাম্পিয়ন কুমিল্লা টানা হেরেছে। শেষের দিকে এসে টানা জিতছে। যদিও শেষ চারে খেলার আশা নেই। শিরোপা ধরে রাখার সুযোগ নেই। তবে হেরে যাওয়ায় মাহমুদ উল্লাহদের পয়েন্ট তালিকার সেরা দুইয়ে থেকে প্লে অফে যাওয়ার বিষয়টি ধাক্কা খেল। এই ম্যাচে অবশ্য প্রথম পর্বে হারের শোধও নিল কুমিল্লা।
মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে শুক্রবারের প্রথম ম্যাচে টস হেরে ৬ উইকেটে ১৪১ রান করেছিল খুলনা। জবাবে, ১৮.৪ ওভারে ৫ উইকেটে ১৪২ রান করে জয় তুলে নেয় কুমিল্লা। ১১ ম্যাচে ১২ পয়েন্টই রইল খুলনার। সমান ম্যাচে কুমিল্লার পয়েন্ট ৮।
এই সংক্রান্ত আরো সংবাদ
নারী ফুটবল দলের বেতন বকেয়া, দ্রুত সমাধানের আশ্বাস
টানা দ্বিতীয়বার সাফ নারী চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতে ঢাকায় এসে পৌঁছেছেবিস্তারিত পড়ুন
প্রোটিয়াদের রানের পাহাড়, টাইগাররা নামতেই বদলে গেল পিচের ধরন!
চট্টগ্রাম টেস্টে প্রথম ৫ সেশনেরও বেশি সময় ব্যাটিং করেছে দক্ষিণবিস্তারিত পড়ুন
নেপালকে হারিয়ে সাফ চ্যাম্পিয়ন বাংলাদেশ
নেপালের রাজধানী কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে স্বাগতিকদের ২-১ গোলে হারিয়ে সাফবিস্তারিত পড়ুন