ব্যাটে বাংলাদেশ, জায়গা পেয়েছেন শুভাগত

ইংল্যান্ডের বিপক্ষে সিরজের দ্বিতীয় ও শেষ টেস্টে টস জিতে ব্যাট করবে বাংলাদেশ। আজ শুভাগত হোমকে শেষ পর্যন্ত দলে রাখা হয়েছে।
শুক্রবার সকাল দশটায় মিরপুরে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে মাঠে নামবে দুই দল। প্রথম টেস্টে ২২ রানে হেরে যায় মুশফিকরা।
চট্টগ্রামের উইকেট ছিল পুরোপুরি স্পিন নির্ভর। ঢাকায়ও সেই চেষ্টা করা হযেছে। কিন্তু বৃষ্টি তাতে বাগড়া দিতে পারে। বৃষ্টি হলে উইকেটে সবুজ ঘাস মাথাচাড়া দিয়ে ওঠে। পানির স্তরও উপরে উঠে আসে। ফলে সুবিধা পায় পেসাররা।
চট্টগ্রামের উইকেট ছিল পুরোপুরি স্পিন নির্ভর। ঢাকায়ও সেই চেষ্টা করা হচ্ছে। কিন্তু বৃষ্টি তাতে বাগড়া দিয়েছে। বৃষ্টি হলে উইকেটে সবুজ ঘাস মাথাচাড়া দিয়ে ওঠে। পানির স্তরও উপরে উঠে আসে। ফলে সুবিধা পায় পেসাররা।
বাংলাদেশ একাদশ: তামিম ইকবাল, ইমরুল কায়েস, মুমিনুল হক, রিয়াদ, সাকিব, মুশফিক, সাব্বির, শুভাগত, মিরাজ, তাইজুল, কামরুল ইসলাম রাব্বি।
এই সংক্রান্ত আরো সংবাদ

চ্যাম্পিয়নস ট্রফির প্রথম ম্যাচে আজ ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ
চ্যাম্পিয়নস ট্রফিতে নিজেদের প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ।বিস্তারিত পড়ুন

বিপিএলে টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন বরিশাল
বিপিএলের ফাইনালে শুরুতে ব্যাটিং করে রেকর্ড রান সংগ্রহ করে প্রথমবিস্তারিত পড়ুন

শেখ হাসিনার বাসভবন সুধা সদনেও আগুন
রাজধানী ঢাকার ধানমন্ডি এলাকার ৫ নম্বর সড়কে আওয়ামী লীগ সভাপতিবিস্তারিত পড়ুন