ব্যাটে ৪৩, বোলিংয়ে চার উইকেট আশরাফুলের

সিরাজগঞ্জ প্রিমিয়ার লিগের (এসপিএল) প্রথম আসরে ব্যাটে ও বলে চমৎকার পারফরম্যান্স করে দলকে চ্যাম্পিয়ন করলেন মোহাম্মদ আশরাফুল। মঙ্গলবার টুর্নামেন্টের ফাইনাল ম্যাচে সিরাজগঞ্জ সুপার কিংসকে ৫১ রানে হারিয়ে শিরোপা জিতে নিয়েছে আশরাফুলের দল সিরাজগঞ্জ টাইগার্স।
এই ম্যাচে ব্যাট হাতে দলের পক্ষে সর্বোচ্চ ৪৩ রান করেন আশরাফুল। তাছাড়া চার ওভার বল করে মাত্র ৯ রান দিয়ে চারটি উইকেট নেন তিনি। ফলে, ম্যাচ সেরার পুরস্কারও ওঠে তার হাতে। আশরাফুলের দলে খেলেছেন টাইগার অলরাউন্ডার নাসির হোসেনও। ব্যাট হাতে তিনি করেন ৩২ রান।
এদিন প্রথম টস জিতে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৩২ রান সংগ্রহ করে আশরাফুল-নাসিরদের দল সিরাজগঞ্জ টাইগার্স। পরে ব্যাট করতে নেমে ১৭.১ ওভারে ৮১ রান সংগ্রহ করে অলআউট হয়ে যায় সিরাজগঞ্জ সুপার কিংস।
এই টুর্নামেন্টে মোট সাত ম্যাচ খেলে ৩০০ রান করেছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মোহাম্মদ আশরাফুল। বল হাতে তিনি নিয়েছেন ১৫টি উইকেট। গত রবিবার মিরপুরে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দলের বিপক্ষে সেঞ্চুরি করেন আশরাফুল। ১৩২ বল খেলে ১১৩ রান করেন তিনি।
এই সংক্রান্ত আরো সংবাদ

শ্রীলঙ্কার বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ
গল আন্তর্জাতিক স্টেডিয়ামে দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথমটিতে শ্রীলঙ্কার বিপক্ষেবিস্তারিত পড়ুন

চ্যাম্পিয়নস ট্রফির প্রথম ম্যাচে আজ ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ
চ্যাম্পিয়নস ট্রফিতে নিজেদের প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ।বিস্তারিত পড়ুন

বিপিএলে টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন বরিশাল
বিপিএলের ফাইনালে শুরুতে ব্যাটিং করে রেকর্ড রান সংগ্রহ করে প্রথমবিস্তারিত পড়ুন