ব্যাট হাতেই জবাব দিলেন ইমরুল
সর্বশেষ তিনটি ওয়ানডেতে তাঁর রান ৭৬, ৭৩ ও ৩৭। বিশেষ করে আফগানিস্তানের বিপক্ষে সদ্য সমাপ্ত সিরিজের প্রথম ম্যাচেই ৩৭ রানের একটি ঝলমলে ইনিংস খেলেন ৫৩ বল খরচায়। সেই তাঁকেই শেষ দুই ম্যাচের একাদশে রাখা হয়নি।
আফগানিস্তানের বিপক্ষে সিরিজের শেষ দুই ওয়ানডের দলে কেন ইমরুলকে রাখা হয়নি, তা নিয়ে অনেক সমালোচনা হয়েছিল। কিন্তু নিশ্চুপ ছিলেন এই বাঁ-হাতি ব্যাটসম্যান। অপেক্ষায় ছিলেন সুযোগের।
শেষ পর্যন্ত সুযোগ কাজে লাগিয়েছেন ইংল্যান্ডের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে খেলতে নেমেই। অতিথি দলটির দুর্দান্ত বোলিং আক্রমণের বিপক্ষে দারুণ একটি শতক করে অবহেলার জবাটা ব্যাট হাতেই দিয়েছেন তিনি।
মঙ্গলবার ফতুল্লার খানসাহেব ওসমান আলী স্টেডিয়ামে এই ম্যাচে মাত্র ৯১ বলে তিনি খেলেছেন ১২১ রানের দুর্দান্ত ইনিংসটি। যাতে রয়েছে ১১টি চার ও ছয়টি ছক্কার মার।
এই ইনিংসটি খেলে ইমরুল প্রমাণ করলেন সুযোগ পেলে তিনি পারেন ভালো কিছু করতে। তাই ইংল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম একাদশের জন্য শক্ত দাবিদারও হয়ে উঠেছেন তিনি।
তাই কোচ চন্ডিকা হাথুরুসিংহকে এখন ভাবতেই হবে এই বাঁহাতি ওপেনারকে। আফগানিস্তানের মতো দলে বিপক্ষে হয়তো বসিয়ে রেখেছেন, কিন্তু এবার ইংল্যান্ডের বিপক্ষে কি পারবেন তাঁকে প্রথম একাদশের বাইরে রাখতে। অবশ্য এর জন্য অপেক্ষা করতে হবে ৭ অক্টোবর প্রথম ওয়ানডে পর্যন্ত।
এই সংক্রান্ত আরো সংবাদ
নারী ফুটবল দলের বেতন বকেয়া, দ্রুত সমাধানের আশ্বাস
টানা দ্বিতীয়বার সাফ নারী চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতে ঢাকায় এসে পৌঁছেছেবিস্তারিত পড়ুন
প্রোটিয়াদের রানের পাহাড়, টাইগাররা নামতেই বদলে গেল পিচের ধরন!
চট্টগ্রাম টেস্টে প্রথম ৫ সেশনেরও বেশি সময় ব্যাটিং করেছে দক্ষিণবিস্তারিত পড়ুন
নেপালকে হারিয়ে সাফ চ্যাম্পিয়ন বাংলাদেশ
নেপালের রাজধানী কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে স্বাগতিকদের ২-১ গোলে হারিয়ে সাফবিস্তারিত পড়ুন