ব্যাট হাতে আবারও ব্যর্থ আশরাফুল
নিষেধাজ্ঞা কাটিয়ে অনেক প্রতীক্ষার পর ওয়ালটন ১৮তম জাতীয় ক্রিকেট লিগের দ্বিতীয় রাউন্ডে ব্যাট হাতে মাঠে নামেন মোহাম্মদ আশরাফুল। ব্যাট করতে নেমে প্রথম ইনিংসে ২৬ রানে আউট হন আশরাফুল। প্রথম ইনিংসে ব্যর্থতার পর দ্বিতীয় ইনিংসের দিক চোখ ছিল ভক্তদের।
তবে বরিশালের বিপক্ষে দ্বিতীয় ইনিংসেও হাসেনি আশরাফুলের ব্যাট। খুলনার শেখ আবু নাসের স্টেডিয়ামে দ্বিতীয় ইনিংসে তার ব্যাট থেকে এসেছে মাত্র ২ রান। ষষ্ঠ অবস্থানে ব্যাট করতে নেমে ভক্তদের প্রত্যাশার আবদার মেটাতে পারেননি তিনি।
ক্রিজে থিতু হওয়ার সব চেষ্টাই চালিয়েছিলেন আশরাফুল। ৪০টি বল মোকাবেলা করলেও কোনো বাউন্ডারি হাঁকাতে পারেননি তিনি। ক্রিজে ৫৯ মিনিট থেকে এই ৪০ বলে মাত্র ২ রান করতে সক্ষম হন আশরাফুল। যেখানে তার স্ট্রাইক রেট ছিল মাত্র ৫.০০।
শেষপর্যন্ত বরিশালের বোলার সালমান হোসেনের করা ইনিংসের ৮৭ তম ওভারের শেষ বলে শাহিন হোসেনের হাতে তালুবন্দি হয়ে মাঠ ছাড়েন আশরাফুল। আশরাফুল খেলছেন ঢাকা মেট্রোর হয়ে।
এই সংক্রান্ত আরো সংবাদ
নারী ফুটবল দলের বেতন বকেয়া, দ্রুত সমাধানের আশ্বাস
টানা দ্বিতীয়বার সাফ নারী চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতে ঢাকায় এসে পৌঁছেছেবিস্তারিত পড়ুন
প্রোটিয়াদের রানের পাহাড়, টাইগাররা নামতেই বদলে গেল পিচের ধরন!
চট্টগ্রাম টেস্টে প্রথম ৫ সেশনেরও বেশি সময় ব্যাটিং করেছে দক্ষিণবিস্তারিত পড়ুন
নেপালকে হারিয়ে সাফ চ্যাম্পিয়ন বাংলাদেশ
নেপালের রাজধানী কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে স্বাগতিকদের ২-১ গোলে হারিয়ে সাফবিস্তারিত পড়ুন