ব্যাট হাতে ঝড় তুললেন টাইগার নাসির

আসন্ন ইমার্জিং টিম এশিয়া কাপ সামনে রেখে শেষ প্রস্তুতি ম্যাচে বিসিবি সবুজ দলকে পাঁচ উইকেটে জয় পেয়েছে বিসিবি লাল দল।
এই জয়ে বড় অবদান রয়েছে মুমিনুল হক ও নাসির হোসেনের। বৃহস্পতিবার অনুষ্ঠিত এই ম্যাচটিতে মুমিনুল হক ব্যাট হাতে ৬৯ রান করেন। আর নাসির হোসেন করেন ৬৩ রান।
এদিন প্রথমে টস জিতে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে নয় উইকেট হারিয়ে ২৯৪ রান সংগ্রহ করে বিসিবি সবুজ দল। দলের পক্ষে মেহেদী মারুফ ৯০, সাদমান ইসলাম ৬৭ ও জাকির হাসান ৫৩ রান করেন। বিসিবি
লাল দলের পক্ষে আবু হায়দার রনি ৩টি, নাসুম আহমেদ ৩টি, শফিউল ইসলাম ১টি ও মিশু ১টি করে উইকেট নেন।
পরে বিসিবি লাল দল ব্যাট করতে নেমে ৪৮.৩ ওভারে পাঁচ উইকেট হারিয়ে জয় তুলে নেয়। দলের পক্ষে মুমিনুল হক ৬৯, নাসির হোসেন ৬৩ ও মোহাম্মদ মিথুন ৪২ রান করেন। বিসিবি সবুজ দলের পক্ষে তানভীর হায়দার ৩টি ও সালমান হোসেন ১টি করে উইকেট নেন।
এই সংক্রান্ত আরো সংবাদ

চ্যাম্পিয়নস ট্রফির প্রথম ম্যাচে আজ ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ
চ্যাম্পিয়নস ট্রফিতে নিজেদের প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ।বিস্তারিত পড়ুন

বিপিএলে টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন বরিশাল
বিপিএলের ফাইনালে শুরুতে ব্যাটিং করে রেকর্ড রান সংগ্রহ করে প্রথমবিস্তারিত পড়ুন

শেখ হাসিনার বাসভবন সুধা সদনেও আগুন
রাজধানী ঢাকার ধানমন্ডি এলাকার ৫ নম্বর সড়কে আওয়ামী লীগ সভাপতিবিস্তারিত পড়ুন