ব্যাট হাতে ঝড় তুলে একাই ২৪২ করলেন তাইবুর রহমান

জাতীয় ক্রিকেট লীগের ফাইনাল রাউন্ডে ঢাকা ডিভিশন এবং বরিশাল ডিভিশনের খেলার দ্বিতীয় দিন শেষে ঢাকার চেয়ে ৪৮৭ রানে পিছিয়ে আছে বরিশাল।
দিন শেষে বরিশালের সংগ্রহ ৬ উইকেটে ১০১ রান। বরিশালের পক্ষে মনির হোসেন ১৫ এবং সালমান হোসেন ৬ রান নিয়ে ক্রিজে টিকে আছেন।
অন্যদিকে ঢাকার পক্ষে রেকর্ড গড়েছেন দুই ব্যাটসম্যান সাইফ হাসান এবং তাইবুর রহমান। ব্যাট হাতে এই দুই ব্যাটসম্যানই ডাবল হান্ড্রেড হাঁকিয়েছেন।
সাইফ ২০৪ করে ফিরলেও তাইবুর রহমানের ব্যাট থেকে আসে ২৪২ রান। তবে ঘরোয়া ক্রিকেটে সবচেয়ে কম বয়সে ডাবল হান্ড্রেড হাঁকানোর রেকর্ড গড়েছেন ১৭ বছর বয়সী তরুণ সাইফ।
তবে সাইফের রেকর্ডের দিনে আলো কেড়ে নিয়েছেন তাইবুর রহমান। ক্যারিয়ারের দ্বিতীয় ডাবল সেঞ্চুরি তুলে নেন এ অলরাউন্ডার। ৩০২ বলে ২৪২ রানের আক্রমণাত্মক ইনিংস খেলেন তিনি। ২৬টি চার ও ১টি ছক্কার সাহায্যে এ রান করেন তিনি।
এই সংক্রান্ত আরো সংবাদ

চ্যাম্পিয়নস ট্রফির প্রথম ম্যাচে আজ ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ
চ্যাম্পিয়নস ট্রফিতে নিজেদের প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ।বিস্তারিত পড়ুন

বিপিএলে টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন বরিশাল
বিপিএলের ফাইনালে শুরুতে ব্যাটিং করে রেকর্ড রান সংগ্রহ করে প্রথমবিস্তারিত পড়ুন

শেখ হাসিনার বাসভবন সুধা সদনেও আগুন
রাজধানী ঢাকার ধানমন্ডি এলাকার ৫ নম্বর সড়কে আওয়ামী লীগ সভাপতিবিস্তারিত পড়ুন