ব্যাট হাতে ঝড় তুলে একাই ২৪২ করলেন তাইবুর রহমান
জাতীয় ক্রিকেট লীগের ফাইনাল রাউন্ডে ঢাকা ডিভিশন এবং বরিশাল ডিভিশনের খেলার দ্বিতীয় দিন শেষে ঢাকার চেয়ে ৪৮৭ রানে পিছিয়ে আছে বরিশাল।
দিন শেষে বরিশালের সংগ্রহ ৬ উইকেটে ১০১ রান। বরিশালের পক্ষে মনির হোসেন ১৫ এবং সালমান হোসেন ৬ রান নিয়ে ক্রিজে টিকে আছেন।
অন্যদিকে ঢাকার পক্ষে রেকর্ড গড়েছেন দুই ব্যাটসম্যান সাইফ হাসান এবং তাইবুর রহমান। ব্যাট হাতে এই দুই ব্যাটসম্যানই ডাবল হান্ড্রেড হাঁকিয়েছেন।
সাইফ ২০৪ করে ফিরলেও তাইবুর রহমানের ব্যাট থেকে আসে ২৪২ রান। তবে ঘরোয়া ক্রিকেটে সবচেয়ে কম বয়সে ডাবল হান্ড্রেড হাঁকানোর রেকর্ড গড়েছেন ১৭ বছর বয়সী তরুণ সাইফ।
তবে সাইফের রেকর্ডের দিনে আলো কেড়ে নিয়েছেন তাইবুর রহমান। ক্যারিয়ারের দ্বিতীয় ডাবল সেঞ্চুরি তুলে নেন এ অলরাউন্ডার। ৩০২ বলে ২৪২ রানের আক্রমণাত্মক ইনিংস খেলেন তিনি। ২৬টি চার ও ১টি ছক্কার সাহায্যে এ রান করেন তিনি।
এই সংক্রান্ত আরো সংবাদ
নারী ফুটবল দলের বেতন বকেয়া, দ্রুত সমাধানের আশ্বাস
টানা দ্বিতীয়বার সাফ নারী চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতে ঢাকায় এসে পৌঁছেছেবিস্তারিত পড়ুন
প্রোটিয়াদের রানের পাহাড়, টাইগাররা নামতেই বদলে গেল পিচের ধরন!
চট্টগ্রাম টেস্টে প্রথম ৫ সেশনেরও বেশি সময় ব্যাটিং করেছে দক্ষিণবিস্তারিত পড়ুন
নেপালকে হারিয়ে সাফ চ্যাম্পিয়ন বাংলাদেশ
নেপালের রাজধানী কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে স্বাগতিকদের ২-১ গোলে হারিয়ে সাফবিস্তারিত পড়ুন