ব্যাট হাতে যে ভুল আর কখনো করবেন না তামিম ইকবাল

বাংলাদেশ ক্রিকেটের তিন ফরম্যাটেই সর্বোচ্চ রান রয়েছে তামিম ইকবালের। তাছাড়া ডাম্বুলার মাটিতেও অনবদ্য রেকর্ডের মালিক হয়েছেন তামিম। প্রথম ক্রিকেটার হিসেবে তিন ফরম্যাট মিলিয়ে ১০ হাজার রানের মালিক ড্যাশিং ওপেনার তামিম ইকবাল। ডাম্বুলায় প্রথম ওয়ানডেতে নামার আগে সংগ্রহে ছিল ৯৯৯৯ রান।
১টা রান হলেই ওই মাইলফলকটা ছোঁয়া হতো। শুধু ছুঁলেনই না, শ্রীলঙ্কান বোলারদের ভোগান্তি উপহার দিয়ে খেললেন ১২৭ রানের দুর্দান্ত ইনিংস। ক্যারিয়ারের মাত্র ৮ম ফিফটি। ‘মাত্র’ বলার কারণ, তামিমের কমপক্ষে আরও ১০টি ইনিংস তিন অংকের সম্ভাবনা জাগিয়ে থেমে গেছে। সেই ভুল এবার বুঝতে পেরেছেন দেশসেরা ওপেনার।
কলম্বোতে শততম টেস্টে দারুণ ব্যাটিংয়ে ৮২ রান করে হুট করে আউট হয়ে গেলেন! তার মতো আফসোসে পড়তে হয় লাখো লাখো ক্রিকেট প্রেমীকে। ওয়ানডেতে তার হাফ সেঞ্চুরির সংখ্য ৩৪টি। এর মধ্যে কমপক্ষে ২২টি ইনিংসে তিনি ষাটোর্ধ রান করে আউট হয়েছেন! আরও স্পষ্ট করে বললে, ৯৫ রানে দুইবার, আশির ঘরে ৩বার, ৭০ এর ঘরে ৬বার এবং ৬০ এর ঘরে ১৩ বার আউট হয়েছেন দেশসেরা এই ব্যাটসম্যান।
টেস্টেও ৮টি সেঞ্চুরির বিপরীতে ২২টি হাফ সেঞ্চুরি তার। এর মধ্যে ষাঠোর্ধ ইনিংস খেলে আউট হয়েছেন ১২ বার। ৯৫ রানে একবার, ৮২, ৮৩, ৮৪, ৮৫, ৮৬ রানে একবার করে, সত্তরের ঘরে ৩বার এবং ৬০ এর ঘরে ৩বার আউট হয়েছেন তিনি। দারুণ খেলতে খেলতে হুট করে বাজে একটা শট খেলে বসেন। এই যে ভুল এটা আর করতে চান না তামিম। বেশিরভাগ ক্ষেত্রেই ফিরতে হয় সাজঘরে। তাই তিন অংকে পৌঁছা হয় না তার।
কিন্তু শনিবারের ম্যাচে দেখা গেল অন্য এক তামিমকে। প্রয়োজন মাফিক কখনও ধীরস্থির আবার কখনও শট খেলেছেন। ড্রেসিংরুম থেকেও এমন বার্তাই এসেছিল তার কাছে। যতক্ষণ সম্ভব উইকেটে টিকে থাকতে হবে। কারণ সবাই জানে, তামিমের উইকেটে থাকা মানে রান আসবেই।
৯০ এবং ১৪৪ রানের দুটি বড় জুটিতে তার বিশাল অবদান। এমন তামিমকেই তো দেখতে চায় সবাই। তামিম নিজেও এমনটাই চান। দেশসেরা ওপেনার তাই এখন ধুমধারাক্কা শট না খেলে ম্যাচের চাহিদা অনুযায়ী খেলার জন্য নিজেকে প্রস্তুত করছেন। যা তামিমের জন্য তো বটেই, দলের জন্যও ইতিবাচক। কারণ তামিমের ব্যাট হাসলে হেসে ওঠে বাংলাদেশ।
এই সংক্রান্ত আরো সংবাদ

শ্রীলঙ্কার বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ
গল আন্তর্জাতিক স্টেডিয়ামে দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথমটিতে শ্রীলঙ্কার বিপক্ষেবিস্তারিত পড়ুন

চ্যাম্পিয়নস ট্রফির প্রথম ম্যাচে আজ ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ
চ্যাম্পিয়নস ট্রফিতে নিজেদের প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ।বিস্তারিত পড়ুন

বিপিএলে টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন বরিশাল
বিপিএলের ফাইনালে শুরুতে ব্যাটিং করে রেকর্ড রান সংগ্রহ করে প্রথমবিস্তারিত পড়ুন