ব্যাপক আগ্রহ ছড়িয়ে আসছে জিয়াওমি রেডমি নোট ৪
সম্প্রতি জিয়াওমি বাজারে ছেড়েছে তাদের রেডমি নোট সিরিজের নতুন স্মার্টফোন। বিশ্বজুড়ে দারুণ জনপ্রিয়তা পেয়েছে রেডমি সিরিজ। রেডমি নোট ৪ ভারতের বাজারে ছেড়েছে তারা। দাম পড়বে ৯৯৯৯ রুপি। আপাতত ই-কমার্স প্লাটফর্ম ফ্লিপকার্টের মাধ্যম বিক্রি শুরু হবে ২৩ জানুয়ারি থেকে।
তিনটি সংস্করণে আসছে ফোনটি। ৩২ জিবি স্টোরেজের মডেলে দেওয়া হয়েছে ২ জিবি র্যাম। এর দাম ধরা হয়েছে ৯৯৯৯ রুপি। ৩২ জিবি স্টোরেজের ৩ জিবি র্যামের মডেলও আনা হয়েছে। আবার ৪ জিবির আরেকটি সংস্করণ আনা হয়েছে যার স্টোরেজ ৬৪ জিবি। দ্বিতীয়টির দাম ১০৯৯৯ রুপি। আর তৃতীয়টির দাম ১২৯৯৯ রুপি। প্রতিটি মডেলই কোয়ালকম স্ন্যাপড্রাগন ৬২৫ প্রসেসর নিয়ে আসবে।
আশা করা হচ্ছে, তিনটি ফোনই দারুণ মানের ক্যামেরা নিয়ে আসবে। অন্যান্য ক্ষেত্রেও আগেরগুলোর চেয়ে আপডেট অবস্থায় আসবে এটি।
ইতিমধ্যে চীনের বাজারে ছাড়া হয়েছে ফোনটি। চীন এবং ভারতীয় সংস্করণে আছে ডুয়াল সিম সেটআপ। সর্বসাম্প্রতিক এমআইইউআই ৮ চলবে মার্শমেলোতে। ৫.৫ ইঞ্চির ফুল এইচডি পর্দা দেওয়া হয়েছে। ডেকা-কোর মিডিয়াটেক হেলিও এক্স২০ এর সঙ্গে রয়েছে মালি-টি৮৮০ এমপি৪ জিপিইউ।
রেডমি নোট ৪ এর পেছনে দেওয়া হয়েছে ১৩ মেগাপিক্সেল ক্যামেরা যাতে রয়েছে পিডিএএফ, এফ/২.০ অ্যাপারচার এবং ডুয়াল-টোন এলইডি ফ্ল্যাশ। সামনে আছে ৫ মেগাপিক্সেল ক্যামেরা। এই মডেলে ব্যবহৃত হয়েছে ৮৫ ডিগ্রি ওয়াইড অ্যাঙ্গেল লেন্স। বাড়তি মাইক্রোএসডি কার্ডের মাধ্যমে ১২৮ জিবি স্টোরেজ বাড়ানো যাবে।
কানেক্টিভিটি অপশনের মধ্যে জিপিআরএস/ইডিজিই, ৩জি, ৪জি উইথ ভোল্টি, জিপিএস, মাইক্রো-ইউএসবি, ইনফ্রারেড এংব গ্লোনাস রয়েছে। ধারণা করা হচ্ছে এর ব্যাটারি আগেরগুলোর মতোই শক্তিশালী হবে। দেওয়া হতে পারে ৪১০০এমএএইচ ব্যাটারি। সূত্র: হিন্দুস্তান টাইমস
এই সংক্রান্ত আরো সংবাদ
আজকের যত আয়োজন ডিজিটাল ওয়ার্ল্ডে
রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলনে কেন্দ্রে আজ থেকে শুরু হতে যাচ্ছেবিস্তারিত পড়ুন
মোবাইল নম্বর ঠিক রেখেই অপারেটর পরিবর্তন করা যাবে: প্রক্রিয়া শুরু
মোবাইল ফোনের নম্বর ঠিক রেখে অপারেটর পরিবর্তন (মোবাইল নম্বর পোর্টেবিলিটি-এমএনপি)বিস্তারিত পড়ুন
স্মার্টফোন কিনে লাখপতি হলেন পারভেজ
নির্দিষ্ট মডেলের ওয়ালটন স্মার্টফোন কিনে পণ্য নিবন্ধন করলেই মিলছে সর্বোচ্চবিস্তারিত পড়ুন