ব্যাপারটাকে তাসকিন স্বপ্ন পূরণ বলে ব্যাখ্যা করেছেন ।
দেশের মানুষকে এক কাতারে নিয়ে এসেছে বাংলাদেশের ক্রিকেট। আর এতে যাদের অবদান রয়েছে বাংলাদেশের স্পিড স্টার খ্যাত তাসকিন আহমেদ তাদের একজন। জাতীয় দলে খেললেও তাসকিনের ক্রিকেট নিয়ে একটি স্বপ্ন এতদিন অধরা ছিলো। তবে এবার তা পূরণ হওয়ার অপেক্ষায়।
সম্প্রতি শেষে হওয়া টি-টুয়েন্টি বিশ্বকাপ চলার সময় তার বোলিং অ্যাকশান নিষিদ্ধ করে আইসিসি। আর এতে আইসিসির কড়া সমালোচনা করেন বিশ্বের সকল ক্রিকেট বোদ্ধারা।
তাসকিনের বড় হয়ে উঠার সময়টাতে আবাহনী- মোহামেডানের ‘ক্লাসিক’ দ্বৈরথ প্রায় শেষ হওয়ার পথে। তারপরও ঢাকার এই দুই ঐতিহ্যবাহী ক্লাবের নাম শুনতে শুনতেই বড় হয়েছেন আপাতত জাতীয় দলের বাইরে থাকা এই পেসার। এবারের ঢাকা প্রিমিয়ার লিগে তাসকিনের সামনে সুযোগ এসেছে আবাহনীতে খেলার। ব্যাপারটাকে তিনি ব্যাখ্যা করেছেন স্বপ্ন পূরণ বলে।
তাসকিন বলেন, ‘আমি তো আসলে আবাহনী- মোহামেডানের নাম শুনতে শুনতেই বড় হয়েছি। এবার আল্লাহর রহমতে আবাহনীতে খেলার সুযোগ পেলাম। চেষ্টা করবো নিজের সর্বোচ্চটা ঢেলে দিয়ে খেলতে। আমার বাবারও ইচ্ছে ছিলো, আমি যাতে আবাহনীতেই খেলি।’
আবাহনীতে সুযোগ পাওয়াটা অবশ্য তাসকিনের হাতে ছিলো না। কারণ দল গোছানোর যে প্রক্রিয়ার মধ্য দিয়ে ক্রিকেটাররা দল পেয়েছেন, তাতে খেলোয়াড়দের ব্যক্তিগত ইচ্ছের কোনোই মূল্য নেই। লিগের দলগুলোর মধ্যে শক্তির ভারসাম্য রাখতে এবং সব দলের সমান সুযোগ নিশ্চিত করতে প্লেয়ার্স ড্রাফট-এর মাধ্যমে তাসকিন সুযোগ পেয়েছেন আবাহনীতে। অর্থাৎ আবাহনীই আগ্রহ দেখিয়ে দলে নিয়েছে তাকে।
আবাহনীতে সতীর্থ হিসেবে তামিম ইকবাল ও সাকিব আল হাসানকে পাবেন তাসকিন। আইপিএলের কারণে সাকিব অবশ্য লিগের শেষ পর্যায়ে যোগ দিবেন। তবে তামিম থাকবেন শুরু থেকেই। খুব সম্ভবত আবাহনীর অধিনায়কত্বও থাকবে তামিমের কাঁধেই।
এই সংক্রান্ত আরো সংবাদ
নারী ফুটবল দলের বেতন বকেয়া, দ্রুত সমাধানের আশ্বাস
টানা দ্বিতীয়বার সাফ নারী চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতে ঢাকায় এসে পৌঁছেছেবিস্তারিত পড়ুন
প্রোটিয়াদের রানের পাহাড়, টাইগাররা নামতেই বদলে গেল পিচের ধরন!
চট্টগ্রাম টেস্টে প্রথম ৫ সেশনেরও বেশি সময় ব্যাটিং করেছে দক্ষিণবিস্তারিত পড়ুন
নেপালকে হারিয়ে সাফ চ্যাম্পিয়ন বাংলাদেশ
নেপালের রাজধানী কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে স্বাগতিকদের ২-১ গোলে হারিয়ে সাফবিস্তারিত পড়ুন