ব্যালকনিতে বসে রাতভর কাঁদলেন মাহমুদুল্লাহ
কী অসম্ভব লড়াই-ই না করল বাংলাদেশ। দাঁতে দাঁত চেপে, কোমর কষে লড়াই যাকে বলে। তার ফল কী দাঁড়াল? তিন বলে দুই রান করতে হতো। তিন বলে তিন উইকেট হারিয়ে দিনশেষে এক রানে হার।
মাশরাফি এজন্য দুষলেন ভাগ্যকে। আর শেষ রক্ষা করতে না পারায় বিষণ্ণতায় ডুব দিল বাংলাদেশ দল। গত পরশু রাতে অমন অভাবনীয় হারের পর সবচেয়ে বেশি হতাশ মাহমুদুল্লাহ। অনেক রাত পর্যন্ত হোটেলের ব্যালকনিতে বসে কেঁদেছেন। নিজের ওই শট নিয়ে ভীষণ হতাশ তিনি।
প্রায় রাত তিনটা পর্যন্ত বাংলাদেশের খেলোয়াড়রা ব্যালকনিতে বসেছিলেন। পরে বিসিবি সভাপতি নাজমুল হাসানের সান্ত্বনায় হোটেল রুমে ফিরে যান তারা।
মাশরাফিরা খুব করে চাইছিলেন বাঙ্গালোরে ভারতকে হারিয়ে ২৪ মার্চ সাকিবের জন্মদিনে সবাই মিলে জম্পেশ পার্টি করবেন। সেটা আর হল না। ভারতের মাটিতে ভারতকে হারালে আত্মবিশ্বাসের চারা বৃক্ষে পরিণত হতো।
এদিকে বাংলাদেশ-ভারত ম্যাচের দিন বিসিবি সভাপতি বাঙ্গালোরে ঘোষণা করেছিলেন, জিতলে মাশরাফি, সাকিব, তামিম, মুশফিকুর ও মাহমুদুল্লাহ- এই পাঁচ সিনিয়র ক্রিকেটারকে একটি করে ফ্ল্যাট দেয়া হবে। এই ঘোষণায় খুশির হাওয়া বইছিল দলের অন্দরমহলে।
মাশরাফিরা আত্মবিশ্বাসী ছিলেন জয়ের ব্যাপারে, কিন্তু শেষ বলে আনন্দ উধাও। বেদনার চাদরে ঢেকে গেল সব হাসি।
সূত্র: আনন্দবাজার।
এই সংক্রান্ত আরো সংবাদ
নারী ফুটবল দলের বেতন বকেয়া, দ্রুত সমাধানের আশ্বাস
টানা দ্বিতীয়বার সাফ নারী চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতে ঢাকায় এসে পৌঁছেছেবিস্তারিত পড়ুন
প্রোটিয়াদের রানের পাহাড়, টাইগাররা নামতেই বদলে গেল পিচের ধরন!
চট্টগ্রাম টেস্টে প্রথম ৫ সেশনেরও বেশি সময় ব্যাটিং করেছে দক্ষিণবিস্তারিত পড়ুন
নেপালকে হারিয়ে সাফ চ্যাম্পিয়ন বাংলাদেশ
নেপালের রাজধানী কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে স্বাগতিকদের ২-১ গোলে হারিয়ে সাফবিস্তারিত পড়ুন