ব্যালট বাক্সের মতো স্বচ্ছ নির্বাচন হবে : জাবেদ আলী
নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) মো. জাবেদ আলী বলেছেন, অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ পৌর নির্বাচন অনুষ্ঠিত করার সব প্রস্ততি এরই মধ্যে সম্পন্ন করেছে নির্বাচন কমিশন। এবারে সারা দেশে পৌরসভা নির্বাচন হবে ব্যালট বাক্সের মতো স্বচ্ছ।
আজ বৃহস্পতিবার বেলা ১১টায় নওগাঁ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে নওগাঁ ও নজিপুর পৌরসভার মেয়র, কাউন্সিলর ও সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদপ্রার্থীদের সঙ্গে মতবিনিময় সভায় জাবেদ আলী এসব কথা বলেন। এ সময় তিনি প্রার্থীদের নির্বাচনী আচরণবিধি মেনে প্রচার চালানোর আহ্বান জানান।
নওগাঁর জেলা প্রশাসক ড. মো. আমিনুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় অন্যদের মধ্যে নওগাঁর ৪৩ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জাহিদ হাসান, পুলিশ সুপার মোজাম্মেল হক, নওগাঁ সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আবু বক্কর সিদ্দিক নান্নু, পত্মীতলা উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আবদুল হামিদ, আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা সুভাষ চন্দ্র সরকার, রিটার্নিং কর্মকর্তা মো. আমিরুল ইসলাম, জেলা নির্বাচন কর্মকর্তা মো. হুমায়ুন কবির, সদর উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. ইকবাল হোসেন, নওগাঁ পৌরসভার বিএনপির মেয়র পদপ্রার্থী মো. নজমুল হক সনি, নজিপুর পৌরসভার বিএনপির মেয়র পদপ্রার্থী মো. আনোয়ার হোসেন প্রমুখ বক্তব্য দেন।
সভায় নওগাঁ ও নজিপুর পৌরসভার মেয়র, কাউন্সিলর ও সংরক্ষিত মহিলা কাউন্সিলর, পুলিশ বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তা, সরকারি কর্মকর্তা, প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
এই সংক্রান্ত আরো সংবাদ
রবিবার যেসব এলাকায় ১০ ঘণ্টা গ্যাস থাকবে না
গ্যাস পাইপলাইনের মেরামত কাজ ও জরুরি স্থানান্তরের জন্য রবিবার দেশেরবিস্তারিত পড়ুন
জেমিনি চ্যাটবটে যুক্ত হলো মেমোরি, যে সুবিধা পাওয়া যাবে
কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) চ্যাটবট জেমিনিতে নতুন সুবিধা যুক্ত করেছে গুগল।বিস্তারিত পড়ুন
ঢাকা সিটি কলেজে ক্লাস বন্ধ রাখা নিয়ে নতুন সিদ্ধান্ত
ঢাকা কলেজের বাস ভাঙচুরের ঘটনাকে কেন্দ্র করে গত বুধবার সংঘর্ষেবিস্তারিত পড়ুন