ব্রাজিলকে টাইব্রেকারে হারিয়ে সেমিফাইনালে প্যারাগুয়ে
কোপা আমেরিকায় টাইব্রেকারে ব্রাজিলকে হারিয়ে সেমিফাইনালে উঠেছে প্যারাগুয়ে। সেমিফাইনালে আর্জেন্টিনার মুখোমুখি হবে প্যারাগুয়ে। চিলির কনসেপনিওনে বাংলাদেশ সময় আজ রোববার ভোরে ব্রাজিল ও প্যারাগুয়ের মধ্যে এই খেলা হয়। নির্ধারিত সময়ে খেলা ১-১ গোলে সমতা থাকায় আসে টাইব্রেকারের পালা। টাইব্রেকারে প্যারাগুয়ের কাছে ৪-৩ গোলে হেরে যায় নেইমারবিহীন ব্রাজিল।
খেলার প্রথমার্ধে রবিনহোর গোলে এগিয়ে যায় কার্লোস দুঙ্গার শিষ্যরা। দ্বিতীয়ার্ধে পেনাল্টি থেকে গোল করে খেলায় সমতা ফেরান প্যারাগুয়ের গঞ্জালেজ। এরপর কোনো দল গোল করতে না পারায় ভাগ্য নির্ধারণ হয় টাইব্রেকারে।
টাইব্রেকারে ব্রাজিলের পক্ষে গোল করেন ফার্নানদিনহো, মিরান্ডা ও কোউতিনহো। গোল করতে ব্যর্থ হন এভারটন ও দগলাস। প্যারাগুয়ের পক্ষে গোল করেন মার্টিনেজ, সাসারেজ, ববাদিয়া ও গঞ্জালেজ। গোল মিস করেন সান্তা ক্রুজ।
এই সংক্রান্ত আরো সংবাদ

চ্যাম্পিয়নস ট্রফির প্রথম ম্যাচে আজ ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ
চ্যাম্পিয়নস ট্রফিতে নিজেদের প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ।বিস্তারিত পড়ুন

বিপিএলে টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন বরিশাল
বিপিএলের ফাইনালে শুরুতে ব্যাটিং করে রেকর্ড রান সংগ্রহ করে প্রথমবিস্তারিত পড়ুন

শেখ হাসিনার বাসভবন সুধা সদনেও আগুন
রাজধানী ঢাকার ধানমন্ডি এলাকার ৫ নম্বর সড়কে আওয়ামী লীগ সভাপতিবিস্তারিত পড়ুন