ব্রাজিলের নতুন অধিনায়ক

ব্রাজিল দলের জন্য যোগ্য অধিনায়ক বাছাইয়ের প্রক্রিয়া হিসেবে দানি আলভেজকে অধিনায়ক ঘোষণা করা হল। দলটির কোচ তিতে জানান, স্কোয়াডে থাকা সবাইকে একবার করে অধিনায়কের দায়িত্বে দিয়ে দেখতে চান তিনি।
তিতের পরিকল্পনার অংশ হিসেবে ৩৩ বছর বয়সী জুভেন্টাসে খেলা এই ডিফেন্ডার বিশ্বকাপ বাছাই পর্বের খেলায় কলোম্বিয়ার বিপক্ষে ব্রাজিল দলের নেতৃত্বে থাকবেন।
অলিম্পিক দলের হয়ে স্বর্ণ পদক জয়ের পর ব্রাজিল দলে অধিনায়ক পদে না থাকার ঘোষণা দেন নেইমার। এরপর নির্দিষ্ট অধিনায়কের বদলে প্রতিবার নতুন একজনকে অধিনায়ক করার ঘোষণা দেন তিতে। তিনি বলেন, এই দল নেতায় পরিপূর্ণ। সবাই নেতৃত্ব দিতে সক্ষম। তাই আমি এই সম্মানের পদটিতে দলের সবাইকে অন্তত একবার করে দেখতে চাই।
অধিনায়কের দায়িত্ব পাওয়ার পর দানি আলভেজ বলেন, এই দলে অনেক নেতা রয়েছে। প্রত্যেকের নিজস্ব নেতৃত্বের গুণও আছে। আমি মনে করি না এখানে অধিনায়ক হওয়া খুব গুরুত্বপূর্ণ। এমন একটি দলকে আর্মব্যান্ড পরে নেতৃত্ব দেয়া আসলে ‘অত্যন্ত সম্মানের’। আমি বিশ্বাস করি দলের প্রত্যেকের কাছ থেকেই অল্প বিস্তর নেতার মত আচরণ পাওয়া উচিত এবং সেটা আমাদের মধ্যে আছে।
উল্লেখ্য, ৩৩ বছর বয়সী এই ব্রাজিলিয়ান দেশের পক্ষে ৯৬তম ম্যাচ খেলতে মাঠে নামবে কলম্বিয়ার বিপক্ষে।
-গোল ডটকম
এই সংক্রান্ত আরো সংবাদ

চ্যাম্পিয়নস ট্রফির প্রথম ম্যাচে আজ ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ
চ্যাম্পিয়নস ট্রফিতে নিজেদের প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ।বিস্তারিত পড়ুন

বিপিএলে টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন বরিশাল
বিপিএলের ফাইনালে শুরুতে ব্যাটিং করে রেকর্ড রান সংগ্রহ করে প্রথমবিস্তারিত পড়ুন

শেখ হাসিনার বাসভবন সুধা সদনেও আগুন
রাজধানী ঢাকার ধানমন্ডি এলাকার ৫ নম্বর সড়কে আওয়ামী লীগ সভাপতিবিস্তারিত পড়ুন